রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমের জার্সিতে ইকার ক্যাসিয়াস
রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমের জার্সিতে ইকার ক্যাসিয়াস

ফটো ফিচার

ক্যাসিয়াস এখনো রিয়াল মাদ্রিদেরই

ইকার ক্যাসিয়াস তো রিয়াল মাদ্রিদেরই। কিংবদন্তি এ গোলরক্ষক নিজের ‘রিয়াল-সত্তা’ নতুন করে ঘোষণা করলেন ক্লাবের নতুন মৌসুমের জার্সি গায়ে চাপিয়ে। ইভান রাকিতিচ নিজের বিয়ে বার্ষিকীর উদ্‌যাপনটা করছেন বেশ ধুমিয়েই। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার দুনিয়ার তারকারা নিজেদের আনন্দ-বেদনার কাব্য ভাগাভাগি করে নেন ভক্তদের সঙ্গে
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বেশ আয়েশ করেই ঘুরে বেড়াচ্ছেন সুরেশ রায়না
মরক্কোর একটি স্কুলে দারুণ একটা দিন কাটালেন পিএসজি ও মরক্কো তারকা আশরাফ হাকিমি
স্ত্রীর সঙ্গে প্রকৃতির কোলে নিজের বিয়ে বার্ষিকী উদ্‌যাপন করছেন ইভান রাকিতিচ
নতুন মৌসুম শুরুর আগে নিজেকে ‘রিচার্জ’ করে নিচ্ছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামার আগে বড় ভাইয়ের সঙ্গে সময়টা দারুণ কাটছে ইংলিশ ফুটবল তারকার
ছোট মেয়ের জন্মদিনে আন্দ্রেস ইনিয়েস্তার উদ্‌যাপন
রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমের জার্সিতে ইকার ক্যাসিয়াস। ২০১৫ সালে ক্লাব ছাড়লেও রিয়াল কিংবদন্তির হৃদয়জুড়ে এখনো রয়ে গেছে বার্নাব্যুর ক্লাবটি
স্যুটেড-বুটেড করিম বেনজেমা