চোটের সঙ্গে কুশল পেরেরার ‘সখ্য’ অনেক দিনের। চোটের কারণে প্রতিভাবান পেরেরাকে প্রায়ই দলে আসা–যাওয়ার মধ্যে থাকতে হয়। এবার শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে বাংলাদেশ সিরিজে খেলতে পারবেন না উইকেটকিপার–ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন পেরেরা। তাঁর বদলি হিসেবে আরেক উইকেটকিপার–ব্যাটসম্যান নিরোশান ডিকভেলাকে দলে ডেকেছে শ্রীলঙ্কা।
সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৪ মার্চ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ। সিরিজ খেলতে গতকাল বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। পেরেরা সেই বহরে দলের সঙ্গে আসেননি। তাঁর বদলি ডিকভেলা আগামীকাল সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন। যিনি শ্রীলঙ্কার হয়ে শ্রীলঙ্কার হয়ে ২৮টি টি-টোয়েন্টির সর্বশেষটি খেলেছেন ২০২১ সালের জুনে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে পেরেরার রেকর্ড দুর্দান্ত। ৮ ম্যাচে ৪৫.৭৫ গড়ে করেছেন ৩৬৬ রান। সেটা ১৪৫.২৩ স্ট্রাইক রেটে।
বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ৯ মার্চ সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে। ম্যাচ তিনটি হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর প্রথম টেস্টের জন্য আবার সিলেটে ফিরবে দুই দল, যে টেস্টটি শুরু ২২ মার্চ। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
টি–টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কা দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মহীশ তিকশানা, আকিলা দনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, মাতিশা পাতিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো।