ফটো ফিচার

ফিলিস্তিনের প্রতি সংহতি বাবরের, বিশ্বকাপের স্মৃতিচারণা বোল্টের

১০ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন দুই দলে এসে ঠেকেছে। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এমন সময়ে কেউ ভারত থেকে বিদায় নিচ্ছেন, কেউ বিদায় নেওয়ার পর বিশ্বকাপের স্মৃতিচারণা করছেন। আর ভারতীয় ক্রিকেটাররা আছেন খোশমেজাজে। বিশ্বকাপের নানা মুহূর্তের ছবি—
ডেভিড বেকহামের গায়ে রোহিত শর্মার ভারতীয় দলের জার্সি, আর রোহিতের গায়ে বেকহামের রিয়াল মাদ্রিদের জার্সি
ভারতে নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ। বিমানবন্দরে খেলোয়াড়দের ছবিটি পোস্ট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সঙ্গে এ কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে যে সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা
বিশ্বকাপ শেষে দেশে ফিরে গেছে আফগানিস্তান। সঙ্গে নিয়ে গেছে নানা স্মৃতি। ইব্রাহিম জাদরান যেমন গোয়া সৈকতে তোলা ছবি পোস্ট করে সেই স্মৃতিচারণা করলেন
মিষ্টি মুহূর্তে যশপ্রীত বুমরার সঙ্গে স্ত্রী সানজানা গানেসান
ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের সময়ে উপস্থাপিকার সঙ্গে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ
এক দিন পরই প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবেন শুবমান গিল। সময়টা যে বেশ ভালো যাচ্ছে, ছবিই বলে দিচ্ছে
সেমিফাইনালে ভারতের কাছে নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে। তবে কেইন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্টদের সঙ্গে তোলা ছবিটি স্মৃতি হিসেবে ইনস্টাগ্রাম পোস্টে রেখে দিয়েছেন ট্রেন্ট বোল্ট
ইসরায়েলের হামলায় ধসে গেছে ঘর। ধ্বংসস্তূপের মধ্যে বসে ফিলিস্তিনের পতাকা ওড়ানো শিশুটির ছবি পোস্ট করে সংহতি জানিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম