ফটো ফিচার

ভিনিসিয়ুস–কোর্তোয়ার সঙ্গে ‘গর্বিত’ বেলিংহাম

স্টাইলিশ কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়র ও থিবো কোর্তোয়ার সঙ্গে জুড বেলিংহাম। স্ত্রী–সন্তানের সঙ্গে লিটন দাস। বাবর–সরফরাজদের সঙ্গে ইমাম–উল–হক। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়া তারকাদের নির্বাচিত ছবি।
স্পেনের সেভিয়া শহরে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান
ইনস্টাগ্রাম
‘জীবন হচ্ছে শেখার, সঠিক মানুষকে বাছাই করার এবং ইতিবাচক থাকার’—এমন ক্যাপশন দিয়ে বাবর আজম–সরফরাজ খানদের সঙ্গে হাস্যোজ্জ্বল এই ছবি পোস্ট করেছেন পাকিস্তানি ওপেনার ইমাম–উল–হক
ইনস্টাগ্রাম
লিভারপুল ও জাতীয় দলের হয়ে সামনে কঠিন এক পথ পাড়ি দিতে হবে অ্যালেক্সিস ম্যাক আলিস্টারকে। সে জন্যই হয়তো দুবাইয়ে গিয়ে শক্তি সঞ্চয় করছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার
সন্তান ও স্ত্রীর সঙ্গে এ ছবি পোস্ট করেছেন লিটন দাস। বাংলাদেশের এই উইকেটরক্ষক–ব্যাটসম্যান ক্যাপশনে লিখেছেন, ‘আমার পরিবার, আমার সবকিছু।’
একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য এমন বেশ কিছু ছবি তুলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে
ফিফপ্রোর বিশ্বসেরা একাদশে জায়গা পেয়েছন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদ থেকে এই একাদশে আছেন ভিনিসিয়ুস জুনিয়র ও থিবো কোর্তোয়াও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনজনের ছবি একসঙ্গে পোস্ট করে বেলিংহাম লিখেছেন, ‘ফিফপ্রোর একাদশে আমার ক্লাব ও দেশের অসাধারণ খেলোয়াড় এবং বন্ধুদের সঙ্গে জায়গা পেয়ে গর্বিত।’