ফটোফিচার

বাটলার–পুরানের মাঠে নামার অপেক্ষা, রাতের খাবারে রোনালদো–রামোস

অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন জস বাটলার। এখন বিশ্বকাপ খেলতে মাঠে নামতে তর সইছে না ইংল্যান্ড অধিনায়কের। সের্হিও রামোস খেতে বসেছেন রোনালদো নাজারিওর সঙ্গে। মিতালি রাজ আছেন ফ্যাশন নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ। এখন হাতে তাঁর অফুরন্ত সময়। যে সময়ের অনেকটা ভারতের এই সাবেক নারী ক্রিকেটার কাটাচ্ছেন ফ্যাশন আর স্টাইল করে
টেনিস থেকে অবসর নেওয়া সেরেনা উইলিয়ামসের সময় কাটছে ফ্যাশন করে আর ঘুরেফিরে। সর্বশেষ তিনি ঘুরতে গেছেন মেক্সিকোতে। সেখানে ভক্তদের সঙ্গে দারুণ সময় কেটেছে যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক টেনিস তারকার। সেরেনার সবচেয়ে ভালো লেগেছে তাঁকে নিয়ে ভক্তদের গাওয়া গান
বিমানযাত্রায় ক্রিস গেইলের পাশের আসনে বসে আছেন জ্যামাইকার সংগীতশিল্পী ডিজে শ্যাগি। যাত্রাটা কত উপভোগ্য ছিল, সেটা জানাতেই ছবিটি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার গেইল
স্ত্রী-সন্তানের সঙ্গে অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছবিটি দিয়েছেন ইউনিসেফের সঙ্গে আইসিসির বন্ধনকে সমর্থন জানাতে। একই সঙ্গে তিনি গর্ব প্রকাশ করেছেন মেয়েদের জন্য ‘বি এ চ্যাম্পিয়ন’ ইভেন্টের জন্য
করোনা থেকে সুস্থ হয়েছেন। জশপ্রীত বুমরার জায়গায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা পেয়েছেন। সব মিলিয়ে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ফাস্ট বোলার। একই সঙ্গে অসুস্থতার সময় তাঁকে শুভকামনা জানানো আত্মীয়স্বজন আর বন্ধুদের ধন্যবাদও দিয়েছেন
আর্লিং হলান্ড নিজের সাদাকালো এ ছবি দিয়েছেন মূলত তাঁর হাতের ঘড়িটি দেখানোর জন্য। সুইজারল্যান্ডের ঘড়ি কোম্পানি ব্রিটলিংয়ের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড
ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ ও ফাস্ট বোলার হারিস রউফ। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল জেতাতে ম্যাচসেরা নেওয়াজ ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২২ বলে করেছেন অপরাজিত ৩৮ রান। অন্য দিকে বল হাতে রউফ ২২ রানে নিয়েছেন ২ উইকেট
হাস্যোজ্জ্বল ছবিটি দিয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিখেছেন, ‘আমি সম্প্রতি অস্ট্রেলিয়ায় এসেছি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষায় উন্মুখ হয়ে আছি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নেই ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানের দলকে খেলতে হবে প্রথম পর্বে। তা যে পর্বেই খেলতে হোক, মাঠে নামার জন্য তর সইছে না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পুরানের
‘ভাই, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল। একজন অসাধারণ মানুষ, যিনি আর যে কারও চেয়ে আমার খেয়াল বেশি রাখতেন’—রেস্তোরাঁয় রোনালদো নাজারিওর সঙ্গে খাবার খাওয়ার ছবিটি দিয়ে এটাই লিখেছেন রিয়াল মাদ্রিদে তাঁর সাবেক সতীর্থ সের্হিও রামোস