ফটো ফিচার

ছেলেকে নিয়ে মাঠে তাসকিন আর আফ্রিদির ব্যস্ত দিন

বিপিএলে আজ কোনো খেলা নেই। বিরতির দিনে বড় ছেলে তাসফিন আহমেদকে নিয়ে মাঠে গিয়েছিলেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রিদিও ব্যস্ত সময় পার করেছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক।
সব ঠিকঠাক চলছে—বাবার সঙ্গে মাঠে এসে কি সেটাই বোঝাতে চাচ্ছে তাসফিন আহমেদ?
বোলিংয়ে তাসকিন আহমেদ, ব্যাটিংয়ে তাঁর ছেলে তাসফিন আহমেদ।
বাবার বলে বড় শট খেলতে পারার আনন্দ তাসফিনের।
অনুশীলনের ফাঁকে খুলনা টাইগার্সের দুই ওপেনার মোহাম্মদ নাঈম (বাঁয়ে) ও উইলিয়াম বোসিস্টো।
অনুশীলনে দুর্বার রাজশাহীর জিশান আলম (বাঁয়ে) ও ইয়াসির আলী।
দুপুরে অনুশীলন করেছে চিটাগং কিংস। দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রিদি ব্যস্ত দিনই পার করেছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ পরখ করে দেখছে তাসফিন।