চুটিয়ে ছুটি কাটাচ্ছেন মেসি
চুটিয়ে ছুটি কাটাচ্ছেন মেসি

ফটো ফিচার

‘চিল’ করছেন মেসি, স্মৃতিকাতর রামোস

ইন্টার মায়ামিতে যাওয়ার আগে হাতে অফুরন্ত অবসর। সময়টা পরিবারের সবাইকে নিয়ে দারুণ কাজে লাগাচ্ছেন লিওনেল মেসি। এদিকে, নেইমার পিএসজিতে ফিরেছেন। হয়েছে তাঁর মেডিকেল পরীক্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক ছবিই তারকারা পোস্ট করেন তাঁদের ভক্তদের জন্য। এমন কিছু ছবি নিয়েই আজকের ফটো ফিচার...
ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে ভারত। ডমিনিকার হোটেলের সুইমিংপুলে মোহাম্মদ সিরাজ
প্রিয় পোষ্যের সঙ্গে কুলদীপ যাদব
পরিবারের সবাইকে নিয়ে মেসির ‘চিল
পিএসজিতে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা
রিও ডি জেনিরোর ক্রাইস্ট দা রিডিমারের কাঁধে চেপেছেন ভিনিসিয়ুস জুনিয়র
ফিটনেসে মনোযোগী কামরান আকমল। আবারও কি ক্রিকেটে ফিরতে চান
আজ স্পেনের বিশ্বকাপ জয়ের বার্ষিকী। সের্হিও রামোস ইনস্টাগ্রামে বেশ স্মৃতিকাতর