ফটো ফিচার

অপরাজিত লেভারকুসেনের শিরোপা উদ্‌যাপন

জার্মান বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছে আগেই। তবে ট্রফি হাতে উঠেছে আজ মৌসুমের শেষ ম্যাচের পর। অগসবুর্গকে ২–১ গোলে হারিয়ে অপরাজিত থেকে মৌসুম শেষ করেছে বায়ার লেভারকুসেন। যে কীর্তির পর ক্লাব ইতিহাসে জেতা প্রথম বুন্দেসলিগা ট্রফি নিয়ে উদ্‌যাপন করেছেন খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও দর্শকেরা। বে অ্যারেনায় লেভারকুসেনের শিরোপা উদ্‌যাপনের নানা মুহূর্ত দেখুন এই আয়োজনে—
১৩ মিনিটে লেভারকুসেনের প্রথম গোল। সমর্থকদের শিরোপা উদ্‌যাপনের ক্ষণ শুরু
বে অ্যারেনায় ম্যাচজুড়ে লেভাকুসেন সমর্থকদের উল্লাস–উচ্ছ্বাস টগবগ করে ফুটেছে
ম্যাচের স্কোরলাইন ২–১। যা শুধু জয়ই নয়, লেভারকুসেনের মৌসুমে অপরাজিত থাকাও নিশ্চিত করেছে
খেলা শেষ। জাবি আলোনসোর চোখেমুখে ‘মিশন কমপ্লিটে’র গৌরবময় অভিব্যক্তি
দেখি তো ট্রফিটা কেমন?
এবার উদ্‌যাপনের পালা
জাবি আলোনসো ছাড়া কি লেভারকুসেনের ট্রফি নিয়ে উদ্‌যাপন সম্ভব?
দর্শকেরাও ছুঁয়ে দেখুক ট্রফিটা। ক্লাব ইতিহাসের প্রথম লিগ ট্রফি বলে কথা!
দর্শকেরাও বঞ্চিত হবেন কেন? কোচ আলোনসো ও গোলকিপার লুকাস রাদেসকি ছুটে গেছেন গ্যালারিতে
বাবার গলায় ঝুলানো চ্যাম্পিয়ন মেডেল ছুঁয়ে দেখছে লুকাস রাদেসকির সন্তান
এই নিন ট্রফি... যেন দর্শকের কাছে ছুঁড়ে মারছেন জাবি আলোনসো
ফ্রেমে বাঁধিয়ে রাখার ছবি