ফটো ফিচার

নাজমুলের অন্য রকম অভিব্যক্তি আর শামি–রোহিতের হাসিঠাট্টা

যুক্তরাষ্ট্রে সময় দারুণ কাটছে রাচিন রবীন্দ্রর। বল পায়ে সের্হিও রামোস। নতুন ভূমিকায় জেমস অ্যান্ডারসন। ভুটানে সাবিনার অনুশীলন। আর শট খেলে নাজমুল হোসেনের অভিব্যক্তি। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি—
ক্রিকেটের বাইরে জেমস অ্যান্ডারসনকে যেন কল্পনাই করা যায় না। খেলা থেকে বিদায়ের পর এভাবেই মাঠে খুঁজে পাওয়া গেল ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শক অ্যান্ডারসনকে
যুক্তরাষ্ট্রের সৌন্দর্য উপভোগ করছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র
শ্রীলঙ্কায় গোধূলিবেলাকে এভাবেই ফ্রেমবন্দী করেছেন ভারতের সাবেক নারী ক্রিকেটার মিতালি রাজ
সূর্যাস্তের সময় এভাবেই বল পায়ে মেতে উঠেছেন স্প্যানিশ কিংবদন্তি সের্হিও রামোস ইনস্টাগ্রাম
ভুটানে অনুশীলন করার ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশি ফুটবলার সাবিনা খাতুন
এক অনুষ্ঠানে জয় শাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার পর এভাবেই হাসিঠাট্টায় মেতে ওঠেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ছবিতে হাস্যোজ্জ্বল রোহিত শর্মাকেও দেখা যাচ্ছে
দেখে মনে হচ্ছে, বলটাকে মুখ দিয়ে ধরার চেষ্টা করছেন নাজমুল হোসেন। আসলে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে শট খেলার পর এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক