ফটো ফিচার

বার্বাডোজে সেরা খাবারের স্বাদ নিতে কোহলি-আনুশকা

আমাজন জঙ্গলে যাচ্ছেন ডেল স্টেইন। বার্বাডোজের এক ক্যাফেতে যাওয়ার দাওয়াত দিলেন কোহলি-আনুশকা। সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগানের সঙ্গে পেশি প্রদর্শন করছেন ডেভিড ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
স্টুয়ার্ট ব্রডের অবসরে কদিন আগেই ভেঙেছে তাঁদের মাঠের জুটি। তবে মাঠের বাইরের জুটিটা যেন সহজে ভাঙার নয়। এবার স্কাই স্পোর্টসের পডকাস্টে জুটি বেঁধে কথা বলেছেন ব্রড ও জিমি অ্যান্ডারসন
সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগানের সঙ্গে পেশি প্রদর্শন করছেন ডেভিড ওয়ার্নার। কাজটা অবশ্য মজা করেই করেছেন তাঁরা
বাইকের রোমাঞ্চ উপভোগের কথা জানিয়ে এই ছবি পোস্ট করেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি
নেইমার এখন সৌদি আরবে। আল হিলালের আগামীকালের ম্যাচ দিয়েই কি তাঁর অভিষেক হবে?
মাঠে তো পাকিস্তান দলের অন্যতম সেরা। মডেলিংয়ে কেমন? শাদাব খান ভক্তদের কাছে সেটাই জানতে চেয়েছেন। মডেলিং যে শাদাব সতীর্থদের কাছ থেকে শিখছেন, সেটাও জানিয়েছেন তিনি।
‘আমাজন জঙ্গলে যাচ্ছি। আশা করি, আমরা আরও নোংরা, লম্বা দাড়ি, অনেক মজার গল্প এবং বিশাল হাসি নিয়ে ফিরে আসতে পারব। শিগগিরই দেখা হবে’—এই ছবি দিয়েই পরবর্তী অভিযানের খবর দিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন
‘বার্বাডোজে গেলে ক্যাফে আ লা মেরে যেতে ভুলবেন না’—বলেছেন বিরাট কোহলি। খাবার কতটা সুস্বাদু ছিল, তা কোহলি-আনুশকার হাসিতেই স্পষ্ট