আবারও বাবা হতে চলেছেন ক্যালিস
আবারও বাবা হতে চলেছেন ক্যালিস

ফটো ফিচার

বাবা হতে যাওয়ার আনন্দ ক্যালিসের ও বেকহামের ক্যামেরাপ্রীতি

আবারও বাবা হতে চলেছেন জ্যাক ক্যালিস। সেই আনন্দকে স্মরণীয় করে রাখতে ফটোশুটও করেছেন। আজ ইনস্টাগ্রামে সেই ছবি সবার সঙ্গে ভাগাভাগি করেছেন। ডেভিড বেকহাম তাঁর সংগ্রহশালায় যুক্ত করেছেন আরেকটি পুরোনো ক্যামেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার জগতের তারকাদের ছবি—

বন্ধু রেইনার শ্যালার সের্হিও রামোসের ব্যবসায়িক অংশীদারও। দুজনে মিলে দিয়েছিলেন ‘সার্জি রামোস জিম’। রেইনারের মৃত্যুর পর সেই ব্যবসাই বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন পিএসজি তারকা
করিম বেনজেমার কাছে ভালোবাসাই সবচেয়ে বড় বিজয়ী। সন্তানদের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভালোবাসারই জয়গান গেয়েছেন রিয়াল মাদ্রিদ ফুটবলার
৮ বছর পূর্ণ হলো দাম্পত্য জীবনের। ইনস্টাগ্রামে স্ত্রী ক্যানডিস ওয়ার্নারের সঙ্গে এই রোমান্টিক ছবি দিয়ে তাঁকে শুভকামনা জানালেন ডেভিড ওয়ার্নার
আবারও বাবা হওয়ার আনন্দ ক্যালিসের মধ্যে। স্ত্রীর সঙ্গে অংশ নিয়েছেন ফটোশুটেও। সেই ছবিটিই আজ ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার
স্মৃতি মান্ধানা পণ্যদূত হয়েছেন হুন্দাইয়ের। IQNIQ-5 মডেলের এই গাড়িটির ছবি দিয়ে সেটির বিজ্ঞাপনই করলেন ভারতীয় নারী ক্রিকেট তারকা
অনেক দিন পর দেখা—চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ ছিল যেন চেন্নাই সুপারকিংসের মিলনমেলা। এক ফ্রেমে ধরা দিলেন মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রবিন উথাপ্পা ও আম্বাতি রাইডু ও সুরেশ রায়না— সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন সুরেশ রায়না
নিজের ক্যামেরার সংগ্রহশালায় ডেভিড বেকহাম যোগ করলেন আরেকটি মূল্যবান ‘রত্ন’