ফটো ফিচার

ছেলের জন্য নেইমারের ভালোবাসা, গিটারবাদক ব্রেট লি

এক কোটি অনুসারী পাওয়ার আনন্দ ফিল ফোডেনের। ছেলের প্রতি নেইমারের ভালোবাসা। স্ত্রীর সঙ্গে সৌম্য সরকার। ছেলেকে নিয়ে সানিয়া মির্জার মজা। গিটারবাদক ব্রেট লি। আর মেয়ের জন্মদিনে জাভি হার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিল ফোডেনের অনুসারী এক কোটি। এই খুশিতে একজন ‘সৌভাগ্যবান ভক্ত’কে সই করা ম্যাচ জার্সি উপহার দেওয়ার কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড
জন্মদিনে মেয়ে এশিয়াকে শুভেচ্ছা জানিয়ে এই ছবি পোস্ট করেছেন বার্সেলোনা কোচ ও স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ
মজা করে ছেলের মাথায় চুল ও মুখে গোঁফ লাগিয়েছেন সানিয়া মির্জা। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর, নতুন আমরা।’
স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে সৌম্য সরকার লিখেছেন, ‘তোমার সঙ্গে থাকাটা সব সময় আনন্দময় ব্যাপার।’
‘গ্রিনরুমে কিংবদন্তির সঙ্গে’—এ ক্যাপশনে ব্রেট লির গিটার বাজানোর ছবিটি পোস্ট করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। সাবেক ফাস্ট বোলার ব্রেট লির ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’–এর সঙ্গে মেতে ওঠার অপেক্ষায় আছেন বলেও জানান তিনি
‘মাই হার্টথ্রুব, আই লাভ ইউ’—ছেলের প্রতি ভালোবাসা এভাবেই প্রকাশ করেছেন নেইমার