ফটো ফিচার

মার্সেলোর অভিষেক, গ্রিসে শারাপোভা আর ওয়াসিম আকরামের শুভসকাল

টেনিস থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। এখন আর খেলতে নয়, মনের ক্ষুধা মেটাতে দেশ-বিদেশে ঘুরতে যান রাশিয়ার সাবেক টেনিস খেলোয়াড়। এবার যেমন গেলেন গ্রিসে। অন্যদিকে সমুদ্রের কাছে গিয়ে সবাইকে শুভসকাল জানিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
অভিনেতা, মডেল ও টিভি উপস্থাপক সোফিয়া থমোল্লার জন্মদিন ছিল ৬ অক্টোবর। জার্মানির টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভ প্রেমিকার জন্মদিনটা উদ্‌যাপন করলেন ব্যাপক ঘটা করেই।
মেয়ে হেইলিকে এই প্রথম ক্রিকেট মাঠে নিয়ে গেলেন মারনাস লাবুশেন। কিন্তু সে খেলা উপভোগ করবে কী, ঘুমেই অস্থির। অস্ট্রেলিয়ার ক্রিকেটের মেয়ের এই ঘুম নিয়ে মজা করেই ছবিটি দিয়েছেন।
মেয়েদের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে ছবিটি দিয়ে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ লিখেছেন, ‘অসাধারণ এক জয়।’
অলিম্পিক মার্সেইয়ে কাল রাতেই অভিষেক হলো রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার মার্সেলোর। অভিষেকটা তাঁর ভালো হয়নি, ইউরোপা লিগে ৩-০ গোলে হেরেছে দল। ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘প্রায় পাঁচ মাস খেলার বাইরে থাকার পর ফেরাটা এত সহজ নয়...।’
টেনিস থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। এখন আর খেলতে নয়, মনের ক্ষুধা মেটাতে দেশ-বিদেশে ঘুরতে যান রাশিয়ার সাবেক টেনিস খেলোয়াড়। এবার যেমন গেলেন গ্রিসে।
সকাল সকাল সমুদ্রের তীরে হাওয়া খেতে গেছেন ওয়াসিম আকরাম। ছবিটি দিয়ে লিখেছেন, ‘সকালবেলার ছবিই সবচেয়ে ভালো হয়।’