আফিফের বিশ্বকাপ–ভাবনা আর মুশফিকের ম্যাচসেরার আনন্দ

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ২৪ অক্টোবর। আর যেন তর সইছে না আফিফ হোসেনের। এখন বাংলাদেশের ব্যাটসম্যানের ভাবনায় শুধুই টি–টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম খেলছেন বাংলাদেশের জাতীয় লিগে। সেখানে সর্বশেষ রাউন্ডে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
খেলা তো ছেড়েছেন সেই কবেই, এখন তিনি ভারতের কোচও নন। তবে রবি শাস্ত্রী আছেন ক্রিকেটের সঙ্গেই, পণ্ডিত হিসেবে। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপেও পণ্ডিত হিসেবেই থাকবেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার। মেলবোর্নে পা রেখে যেন পুরোনো স্মৃতি মনে পড়ে গেল তাঁর!
টি–টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে তিনি নেই। তাতে কী, ক্রিকেট তো আর ছেড়ে দেননি শোয়েব মালিক! তাই তো নিজেকে ফিট রাখতে চেষ্টা অব্যাহত রাখছেন পাকিস্তানের অলরাউন্ডার
ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে সমর্থকদের উদ্দেশে এ ছবি দিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, ‘আপনাদের অধিনায়ক বলছি, টি–টোয়েন্টি বিশ্বকাপে আপনাদের সমর্থন চাইছি আমরা।’
স্ত্রী লুইস ওয়েবারের জন্মদিনে এবার কাছে থাকতে পারেননি ইংল্যান্ডের টি–টোয়েন্টি বিশ্বকাপ দলের অধিনায়ক জস বাটলার। তাই বলে কি আর জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাধা থাকতে আছে নাকি!
জাতীয় লিগে ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে রাজশাহী বিভাগকে জেতাতে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। হয়েছেন ম্যাচসেরাও। আনন্দের উপলক্ষটা ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে
বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। ব্যাটসম্যান আফিফ হোসেনের অপেক্ষা এখন সেদিনের জন্যই। ছবিটি দিয়ে লিখেছেন, ‘সব ভাবনা এখন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।’