ফটো ফিচার

উগান্ডার জার্সিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক, ট্রফির সঙ্গে ‘ইউনিভার্স বস’

বিশেষ সাজে যুক্তরাষ্ট্র ক্রিকেটের এক সমর্থক। বিশ্বকাপ ট্রফির সঙ্গে চার অধিনায়কের পোজ। উগান্ডার জার্সিতে মিচেল মার্শ আর ট্রফি নিয়ে ছবি ‘ইউনিভার্স বসে’র ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের নানা মুহূর্তের ছবি—  
টি–টোয়েন্টি খেলা থেকে নিজেকে সরিয়ে রাখায় বিশ্বকাপের চাপ থেকে মুক্ত ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। অবকাশ পেয়েই তাই ছুটে গেছেন ইংল্যান্ড ফুটবল দলের ক্যাম্পে। ‘থ্রি লায়ন্স’রা এখন ব্যস্ত ইউরোর প্রস্তুতিতে
উদ্বোধনী ম্যাচের আগে ডালাসে বাদ্য বাজিয়ে স্বাগত জানানো হয় টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪–কে
বিশ্বকাপ শিরোপাকে ঘিরে ‘বি’ গ্রুপের পাঁচ অধিনায়ক। এই গ্রুপের কারও হাতেই কি উঠবে ট্রফিটি
ডালাসে বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে এভাবেই হাজির হয়েছেন দেশটির এক সমর্থক
গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ–পাপুয়া নিউগিনি ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি সামনে রেখে এভাবেই পোজ দিয়েছেন ক্রিস গেইল। ছবির ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘বিশ্বকাপ ট্রফির সঙ্গে ইউনিভার্স বস’
টিম হোটেলে উগান্ডার খেলোয়াড়েরা দেখা করেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে। হাতে তুলে দেন নিজেদের দলের জার্সি। সেই জার্সি পরেই উগান্ডার খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক