ফটো ফিচার

এক ফ্রেমে ৪৬টি গ্র্যান্ড স্লাম

মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। সেটা অবশ্যই প্রতিযোগিতামূলক ম্যাচে নয়। চোটের কারণে মাঠের বাইরে আছেন, তবু সময়টা খারাপ কাটছে না মোহাম্মদ শামির। টাইমস অব ইন্ডিয়া অ্যাওয়ার্ডে ২০২৩ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শামি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার জগতের তারকাদের নিয়ে এই আয়োজন—
আইপিএল শুরু ২২ মার্চ। রাজস্থান তাদের প্রথম ম্যাচে খেলবে দুই দিন পর—২৪ মার্চ। রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন হয়তো আইপিএলের জন্যই জিমে ঘাম ঝরাচ্ছেন।
জিমে ঘাম ঝরাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই ছবি পোস্ট করার পর ইনস্টাগ্রামের মন্তব্য ঘরে ভিনির সতীর্থ লুকাস ভাসকেজ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তুমি শক্তিশালী।’
চোটের কারণে মাঠের বাইরে আছেন। তবু মাঠের বাইরে সময়টা খারাপ কাটছে না মোহাম্মদ শামির। টাইমস অব ইন্ডিয়া অ্যাওয়ার্ডে ২০২৩ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শামি। পুরস্কার নিচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে থেকে।
জিম সেশনে শিখর ধাওয়ান। ভারতের এই ওপেনারের মতে, ‘প্রতি সেশনই উন্নতির।’ অনেক দিন ধরেই দলের বাইরে এই ওপেনার।
মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। সেটা অবশ্যই প্রতিযোগিতামূলক ম্যাচে নয়। ‘ম্যাচ ফর হোপ’–এর চ্যারিটি গেমসে মাঠে নেমেছিলেন তিনি। কাতারে আয়োজিত এই ম্যাচ আয়োজনের জন্য পেছনে যাঁরা কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কাকা।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে যুজবেন্দ্র চাহাল। স্ত্রীকে নিয়ে ইনস্টাগ্রাম এই ছবি পোস্ট করেছেন চাহাল। লিখেছেন, ‘যাও, আমাদের গর্বিত করো।’
এক ফ্রেমে ৪৬টি গ্র্যান্ড স্লাম। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নোভাক জোকোভিচের সফরসঙ্গী হয়েছেন রাফায়েল নাদাল। ছবিটি পোস্ট করেছেন জোকোভিচ লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে দারুণ সঙ্গী’