ফটো ফিচার

গানের স্টুডিওতে শোয়েব, আরব পোশাকে বেনজেমা

আজ ভারতে পালিত হয়েছে কন্যা দিবস। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের ছবি পোস্ট করেছেন রোহিত শর্মা থেকে শুরু করে শচীন টেন্ডুলকারের মতো বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। এদিকে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষ আরবীয় পোশাকে পোজ দিয়েছেন করিম বেনজেমা। শোয়েব মালিক খবর দিয়েছেন গান রেকর্ডিং আর শুটিংয়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
কালোয় কেতাদুরস্ত ইমাম–উল–হক
কন্যা দিবসে মেয়ের সঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা
কোথায় গিয়ে সেলফি নিলেন উসাইন বোল্ট? জ্যামাইকান গতিমানব তা না জানালেও ক্যাপশনে লিখেছেন, ‘ওরা বলত ওটা অসম্ভব’
ছবির এই দুজনকে চিনতে অনেকের কষ্ট হতে পারে। ছবিটি পুরোনো। শচীন টেন্ডুলকারের দুই সন্তান সারা টেন্ডুলকার ও অর্জুন টেন্ডুলকারের। ভারতীয় কিংবদন্তি তাঁর ছেলে-মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, কী চমৎকার কাকতাল! অর্জুনের জন্মদিন আর কন্যা দিবস উদ্‌যাপন করছি একই দিনে। বাবা হিসেবে এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না!
কী গানের রেকর্ডিং করছিলেন শোয়েব মালিক? ছবির সঙ্গে চারটি শব্দ ট্যাগ করেছেন—‘ওয়ার্ক মোড’, ‘রেকর্ডিং’, ‘ক্রিকেট’, ‘পাকিস্তান’। তবে পাকিস্তান ক্রিকেটের কোনো ভিডিওর জন্য শুটিং চলছিল?
মেয়েদের মতো আর কেউ আপনার জীবনকে আলোকিত করতে পারে না— লিখেছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে
চেনা যাচ্ছে করিম বেনজেমাকে? আল ইত্তিহাদে খেলা ফরাসি তারকা সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে নিয়েছেন এমন বেশ