জাহানারার ঘরের নতুন অতিথি আর অদ্ভুতুড়ে পোশাকে লন্ডন ম্যারাথনে
খেলা ডেস্ক
অদ্ভুতুড়ে পোশাকে লন্ডন ম্যারাথনে দৌড়েছেন কেউ কেউ। পুরস্কার অনুষ্ঠানে নাচ পরিবেশন করলেন বাংলাদেশি শুটার তাসমায়াতি এমা। তীব্র গরমের মধ্যে ইডেন গার্ডেনে হয়েছে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ। খেলার দুনিয়ার নানা মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
বিএসপিএ বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন শুটার তাসমায়াতি এমাএকজন দেশের দ্রুততম মানব, অন্যজন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আজ বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে ইমরানুর রহমান ও নাজমুল হোসেন এভাবেই ধরা পড়েন ক্যামেরায়
ইডেন গার্ডেনসে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে যখন টস হয়, তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগে ফিল্ডিং করতে নামা বিরাট কোহলিদের জন্য ছাতাও পাঠানো হয় মাঠেপ্রায় পঞ্চাশ হাজার মানুষের অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হয়েছে লন্ডন ম্যারাথন। এখানে দৌড়েছেন যুক্তরাজ্যের ধনকুবের ও ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক জিম র্যাটক্লিফও
বিজ্ঞাপন
পোষা বিড়ালের ছবিটি দিয়ে জাহানারা আলম লিখেছেন, ‘আমার পরিবারের নতুন সদস্য।’ লন্ডন ম্যারাথনে ফায়ার ইঞ্জিনার কস্টিউম পরে দৌড়েছেন এই রানার