আজ রাতে ঢাকায় আসছেন টম ডিলান
আজ রাতে ঢাকায় আসছেন টম ডিলান

যে কারণে আজ রাতে ঢাকায় আসছেন বিশ্ব আর্চারির মহাসচিব

বিশ্ব আর্চারি ফেডারেশনের মহাসচিব টম ডিলান আজ রাতে ঢাকায় আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ, ‘টম ডিলানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি রাজি হয়েছেন ঢাকায় আসতে।’

সুইজারল্যান্ডের নাগরিক ডিলান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন আজ রাত ১টা ৩৫ মিনিটে। শুধু ডিলান নন, বিশ্ব আর্চারির আরেক কর্মকর্তা কোরিয়ান কিউ হিউং-হানও বাংলাদেশে আসবেন আজ রাতে। বিশ্ব আর্চারির এশিয়ার মহাসচিব কিউ ঢাকায় নামবেন রাত ১১টা ৫০ মিনিটে।

তথ্যপ্রযুক্তিতে প্রকৌশল ডিগ্রিধারী ডিলান একসময় আর্থিক লেনদেনের নেটওয়ার্ক সুইফটে কাজ করেছেন। ১৯৯৬ সালে বিশ্ব আর্চারির নির্বাহী পরিচালক হয়েছিলেন তিনি। ওই সময় তিনি মিলান থেকে লুসানে বিশ্ব আর্চারির সদর দপ্তরে স্থায়ীভাবে চলে আসেন। ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সিতে কাজ করেছেন। সুইজারল্যান্ডের জাতীয় আর্চারিতে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন ডিলান।

সুইজারল্যান্ডের জাতীয় আর্চারিতে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন ডিলান

বাংলাদেশে আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন এবার দেশে প্যারা আর্চারি চালুর সিদ্ধান্ত নিয়েছে। আর সেই প্যারা আর্চারির পথচলার শুরুটা স্মরণীয় করে রাখতে ডিলানকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন রাজীব উদ্দীন। ২৭ ফেব্রুয়ারি দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে প্যারা আর্চারির উদ্বোধন ঘোষণা করবেন ডিলান।

এরই মধ্যে তিরন্দাজ বাছাই কার্যক্রম শেষ হয়েছে বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশনের। সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে বাছাই করা ১৫ জন আর্চারকে নিয়ে শুরু হবে বাংলাদেশের প্যারা আর্চারি। এরই মধ্যে আর্চারির মাধ্যমে রোমান সানা, দিয়া সিদ্দিকীরা বাংলাদেশের নাম বিশ্বে তুলে ধরেছেন।

প্রথম আর্চার হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন রোমান সানা

প্রথম আর্চার হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন রোমান সানা। দিয়ার সঙ্গে জুটি গড়ে রোমান আর্চারির রিকার্ভ মিশ্র ইভেন্টে বিশ্বকাপে জিতেছেন রুপা। দক্ষিণ এশিয়ান গেমসে আর্চারির দশটি ইভেন্টের সব কটিতেই সোনা জিতেছে বাংলাদেশ।

এবার প্যারা আর্চারিতেও ভালো কিছুর আশা করছেন কাজী রাজীব উদ্দীন, ‘বাংলাদেশের আর্চাররা কতটা সম্ভাবনাময় এরই মধ্যে সেটা প্রমাণ করেছে। এবার প্যারা গেমসেও আর্চাররা ভালো কিছু করবে বলে আশা করি। শুরুতে আমরা অনুশীলনের জন্য তাদের ব্যাম্বো বো দিয়েছি, সঙ্গে কিছু নতুন তির-ধনুকও দিয়েছি। আস্তে আস্তে আরও সুযোগ-সুবিধা ও আর্চারির অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে তাদের।’