ফটো ফিচার

ছবিতে নিউইয়র্কে ভারত-পাকিস্তান উন্মাদনা

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, দর্শক উন্মাদনা। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচটি দেখতে দুই দেশের দর্শক হাজির হয়েছেন উদ্দীপনা নিয়ে। ছবির গল্পে দেখুন সেসব ছবিই—
খেলা শুরুর আগে মাঠে যুবরাজ সিং ও শহীদ আফ্রিদি। দুজনই এবারের বিশ্বকাপের শুভেচ্ছাদূত
দলে দলে মাঠে ঢুকছেন ভারত, পাকিস্তানের সমর্থকেরা
গ্যালারিতে থাকা দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের প্রেসবক্স থেকে গ্যালারির একাংশ
ক্যারিবীয় কিংবদন্তি ও বিশ্বকাপের শুভেচ্ছাদূত ক্রিস গেইলকেও পাওয়া গেল নাসাউ কাউন্টিতে
স্টেডিয়ামের বাইরে দর্শকের ভিড়
ম্যাচ শুরুর আগে বিশ্লেষণে দুই ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ভারতের রবি শাস্ত্রী ও পাকিস্তানের ওয়াসিম আকরাম
বৃষ্টি–বাধায় মাঠকর্মীদের কভার নিয়ে নামতে হয়েছে বারবার
রিমোট কন্ট্রোল ট্রাকে আসা ম্যাচের বল দেখছেন শচীন টেন্ডুলকার
জাতীয় সংগীতের জন্য মাঠে নামছেন দুই দলের খেলোয়াড়েরা
পাকিস্তান ক্রিকেট দল
ভারত ক্রিকেট দল
মাঠের বাইরে মুখোমুখি ভারত–পাকিস্তানের দর্শক