সেমিফাইনালে শীর্ষ বাছাই ইগা সিওনতেককে হারিয়ে দিয়েছেন চমক। আর আজ ফাইনালে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে হারিয়ে চীনের অলিম্পিক টেনিসে ইতিহাসই গড়লেন ঝেং কিনওয়েন। চীনের খেলোয়াড় হিসেবে অলিম্পিক টেনিসের এককে জিতলেন সোনার পদক।
রোলাঁ গারোতে আজ প্রথম সেটটা খুব সহজেই জিতেছেন কিনওয়েন। ভেকিচকে হারিয়েছেন ৬-২ গেমে। দ্বিতীয় সেটেও ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন চীনের ২১ বছর বয়সী টেনিস খেলোয়াড়। কিন্তু এরপর প্রতিরোধ গড়ে তোলেন ভেকিচ। টানা দুটি গেম জিতে কিনওয়েনকে ছুঁয়ে ফেলেন। এখান থেকে আবার ঘুরে দাঁড়ান কিনওয়েন। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটটি তিনি জেতেন ৬-৩ গেমে।
এর আগে অলিম্পিক টেনিসে চীনের হয়ে সোনা জিতেছেন লি তিং ও সুন তিয়ানতিয়ান। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে এ দুজন সোনা জিতেছিলেন মেয়েদের দ্বৈতে।