ফটো ফিচার

জাদুকর আলভেজ ও তারকাদের রোববারের ঘোরাঘুরি

ছুটির দিনে খেলার দুনিয়ার তারকাদের কেউ একা, আবার কেউ সঙ্গীদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন। দানি আলভেজকে আবার দেখা যাচ্ছে জাদুকরের বেশে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
প্রকাশিত হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসির আত্মজীবনী ‘ফাফ: থ্রু ফায়ার’। এই বইয়ে ক্যারিয়ারের নানা দিক তুলে এনেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। এক বন্ধু ও ভক্তের সঙ্গে বই হাতে ছবিও তুলেছেন দু প্লেসি
রোববার, আপনারটা কেমন কাটাচ্ছেন-এমন প্রশ্ন রেখে এই ছবিটি দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ ফাস্ট বোলারের রোববারটা যে দারুণ কাটছে, তা এই ছবিতেই স্পষ্ট
সন্তানদের জন্য নতুন জুতা নিয়ে এসেছেন কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। জুতা পেয়ে সন্তানেরাও বেশ খুশি। ক্যাপশনে অবশ্য ব্র্যান্ডের নামটিও মনে করিয়ে দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা-ক্যাপিটেন
এমএলএস শিরোপা হাতে এই ছবিটি পোস্ট করেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদ ছেড়ে বেল যে বেশ আনন্দেই আছেন তা এই ছবিতেই স্পষ্ট
কাছের মানুষদের সঙ্গে ছুটির দিন যেন আরও বেশি আলো ঝলমলে হয়ে ওঠে। নিয়মিতই স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার ছবি দেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। তবে রোববারের ঘুরতে যাওয়া যেন বিশেষ কিছুই
বেগুনি রঙের ছোঁয়া এনে জীবনটাকে আরেকটু সুন্দর করতে চাইছেন মিতালি রাজ
জাদুকরের বেশে দানি আলভেজ। ছবিটির নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘কাজ চলছে।’ নতুন কি চমক নিয়ে হাজির হচ্ছেন আলভেজ, তা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে