ফটোফিচার

ট্রফি হাতে সবরমতীর তীরে কামিন্স, সূর্য–গিলদের ‘ভাঙা হৃদয়’

গ্লেন ম্যাক্সওয়েলকে জার্সি তুলে দিচ্ছেন বিরাট কোহলি। হারের যন্ত্রণা হজম হচ্ছে না শুবমান গিল, মোহাম্মদ শামি ও সূর্যকুমার যাদবদের। অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে ভারতকে সান্ত্বনা দিলেন রবি শাস্ত্রী। কোহলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন আনুশকা। আর সবরমতীর তীরে ট্রফি হাতে কামিন্স। বিশ্বকাপ ফাইনাল শেষে উৎসব ও হতাশা নিয়ে নির্বাচিত ছবি।
বিশ্বকাপ ফাইনাল শেষে বিরাট কোহলি নিজের জার্সি তুলে দেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে
এই ছবি দিয়ে হৃদয় ভাঙার কথা লিখেছেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব
ফাইনালে হারার পর কোহলিকে এভাবেই সান্ত্বনা দিয়েছেন জীবনসঙ্গী অভিনেত্রী আনুশকা শর্মা
হারটা হজম না হলেও দলকে গর্বিত হওয়ার কথাই বলেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি
কোহলির সঙ্গে এই ছবি পোস্ট করে ভারতকে সান্ত্বনা দেওয়ার সঙ্গে অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী
‘১৬ ঘণ্টা হয়ে গেছে কিন্তু আঘাতটা এখনো গতকাল রাতের মতোই। কখনো কখনো সবকিছু দেওয়াও যথেষ্ট হয় না।’ বিশ্বকাপ ফাইনাল হেরে হৃদয় ভাঙার যন্ত্রণাটা এভাবেই প্রকাশ করেছেন ভারতীয় ওপেনার শুবমান গিল
এই ছবি দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের ঐতিহাসিক বিশ্বকাপ–যাত্রাটাকে উদ্‌যাপন করেছেন জীবনসঙ্গী ভিনি রমন
বিশ্বকাপ ট্রফি হাতে সবরমতী নদীর তীরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স