ভালোবাসার শহরে বিশ্বকাপ ট্রফি আর মেসির না ভোলার রাত

ভালোবাসার শহর ভ্রমণে গেছে বিশ্বকাপ ট্রফি। ক্লান্তিতে ঘুমিয়েই পড়লেন বেনজেমা। মেসুত ওজিলের সুন্দর পরিবার। ওয়াসিমের নামের পাশে আরেক শিরোপা। আর মেসির না ভোলার রাত। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
ক্লান্তিতে হয়তো একটু ঘুমিয়েই পড়েছিলেন করিম বেনজেমা। ক্যাপশনে অবশ্য লিখেছেন, ‘হাল ছেড়ো না।’
পর্যটনের শহর মায়ামি এখন মেসির শহর হিসেবেও পরিচিত। সেই শহরেই ঘুরতে গেছেন হরভজন সিং। সেখান থেকেই সবাইকে ‘হ্যালো’ বলেছেন ভারতের কিংবদন্তি এই স্পিনার
কোনো ক্যাপশন নয়, ক্যামেরার ইমোজি দিয়ে এই ছবিটাই শুধু পোস্ট করেছেন বিরাট কোহলি
খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপসহ বেশ কিছু শিরোপা আছে ওয়াসিম আকরামের দখলে। এবার লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) বি–লাভ ক্যান্ডির হয়ে জিতেছেন আরেকটি শিরোপা। কিংবদন্তি এই ফাস্ট বোলার এবার শিরোপা জিতেছেন মেন্টর হিসেবে। শিরোপা জিতে খেলোয়াড়দের সঙ্গে সেলফিও তুলেছেন ওয়াসিম
আমার সুন্দর পরিবার—এই ক্যাপশনে স্ত্রী–সন্তানদের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবিটা পোস্ট করেছে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল
ফ্রান্স ক্রিকেটে তেমন পরিচিত না হলেও বিশ্বকাপ ট্রফি ঠিকই পৌঁছে গেছে আইফেল টাওয়ারের সামনে। এই ছবিসহ ভালোবাসার শহরের বিশ্বকাপ ট্রফির পৌঁছে যাওয়ার খবরটি দিয়েছে আইসিসি
ইন্টার মায়ামিকে প্রথম শিরোপা জেতানোর পর এভাবেই পরিবারের সদস্যদের সঙ্গে ফ্রেমবন্দী হলেন লিওনেল মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘এ রাতটি ভোলার নয়।’