নাজমুলের হাতে ট্রফি, মেয়েদের বিশ্বকাপে নেইমারের উদ্‌যাপন

বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত ভারত সিরিজের প্রস্তুতিতে। এর মধ্যেই আজ প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে গেছেন নাজমুল হোসেনরা। মেয়েদের বয়সভিত্তিক ফুটবল বিশ্বকাপে দেখা গেল নেইমারের চেনা উদ্‌যাপন। বিভিন্ন মাধ্যমে পাওয়া খেলার জগতের ঘটনাবহুল নানা মুহূর্ত দেখুন এই আয়োজনে—

অনুশীলনে শরীর থেকে এত ঘাম বেরিয়েছে যে শরীরে জার্সি লেপ্টে গেছে তাসকিন আহমেদের
সিএসএ অ্যাওয়ার্ড নাইটে সস্ত্রীক দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা
দেখে মনে হতে পারে ব্যাট দিয়ে বুঝি স্টাম্পই ভেঙে দিয়েছেন! না, তা নয়। শন অ্যাবটের বলটা স্কুপ করতে চেয়েছিলেন সাকিব মাহমুদ; কিন্তু ইংল্যান্ডের টেল এন্ডার ব্যাটসম্যান যে সেটা পারেননি, সেটি বোল্ডের দৃশ্যই বলে দিচ্ছে। সাউদাম্পটনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে
ভারত সফরের আগে বিভিন্ন বিষয়ে কথা বলতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেন ক্রিকেটাররা। ভারত সিরিজের দলে থাকা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও
স্টাইলিস্ট মোহাম্মদ সিরাজ
নেইমার মাঠে নেই তো কী হয়েছে, তাঁর উদ্‌যাপন তো আছে! ফিফা অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ক্যামেরুনের বিপক্ষে গোল করে নেইমারের উদ্‌যাপন ফিরিয়ে আনলেন ব্রাজিলের ফরোয়ার্ড প্রিসিলা (ডানে)
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবর্ধনা বলে কথা। যে উপলক্ষ্যে সংবর্ধনা, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্মারক হিসেবে পাওয়া সেই ট্রফি নিয়েই মিরপুর স্টেডিয়াম থেকে বের হন অধিনায়ক নাজমুল হোসেন