রোনালদো ব্যস্ত ইউরোয়, মেসি কোপা আমেরিকায়, নেইমার মেয়েকে নিয়ে। উইয়লিয়ামসন-সাউদির সঙ্গে স্মৃতিকাতর ট্রেন্ট বোল্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সুপার এইটে এসেছে যুক্তরাষ্ট্র। অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাদের সমর্থকদের দেখা গেল এভাবে
আরেক যুক্তরাষ্ট্র সমর্থকের চোখে বাহারি চশমা
বিজ্ঞাপন
ব্রিজটাউনে আগামীকাল সুপার এইটে প্রথম ম্যাচ আফগানিস্তানের, প্রতিপক্ষ ভারত। সে ম্যাচ খেলতে বার্বাডোজে পৌঁছেছেন রশিদ খানরা
বিজ্ঞাপন
আবার কবে তিনজনকে একসঙ্গে নিউজিল্যান্ডের জার্সিতে দেখা যাবে, নিশ্চিত নয় সেটি। বিশ্বকাপ শেষে কেইন উইলিয়ামসন ও টিম সাউদির সঙ্গে এ ছবিটা পোস্ট করে ট্রেন্ট বোল্ট লিখেছেন, ‘সময় কত দ্রুত যায়! কে জানত, বাচ্চা থাকতে যে খেলা খেলতাম, সেটি আমাদের এত দূর আনবে!’সুপার এইটের আগে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড ব্যাটসম্যান হ্যারি ব্রুক বড় ছেলের জন্মদিনে ছবিটা পোস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গিনী জর্জিনা রোনালদো অবশ্য ব্যস্ত ইউরোতে। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শুরুটা ভালো হয়েছে রোনালদোর পর্তুগালের লিওনেল মেসি ব্যস্ত কোপা আমেরিকার প্রস্তুতিতে। জাতীয় দল সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক নেইমার অবশ্য চোটের কারণে থাকছেন না কোপা আমেরিকায়। মেয়েকে নিয়ে ব্যস্ত ব্রাজিলিয়ান তারকা স্কটল্যান্ডকে উড়িয়ে ইউরো শুরু করেছে জার্মানি। এখন দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় টনি ক্রুস