ফটো ফিচার

স্ত্রীর সঙ্গে রোহিতের ছবি দেখে কে কী বলবে, মালিকই বা কার সঙ্গে ছবি দিলেন

স্ত্রী ঋতিকা সাজদেহর সঙ্গে ছবিটি দিয়ে রোহিত শর্মা লিখেছেন, তারা কী বলবে! অন্যদিকে অভিনেত্রী সানা জাবেদের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার জগতের তারকাদের ছবি নিয়েই আমাদের এ আয়োজন-
পাকিস্তানের বিপক্ষে কাল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয় পেয়েছে আফগানিস্তান। এরপর ছবিটি দিয়ে সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন দলটির টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান
একই ছবিতে দুই শচীন টেন্ডুলকার। ছবিটি দিয়ে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার লিখেছেন, ‘দ্বৈত ঝামেলা, নাকি দ্বৈত মজা!’
‘হারিয়ে যাওয়া মুহূর্ত’-ছবিটি দিয়ে লিখেছেন উসাইন বোল্ট। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের রেকর্ডের মালিক কোন মুহূর্তের কথা বলেছেন, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়
স্ত্রী ঋতিকা সাজদেহর সঙ্গে ছবিটি দিয়ে রোহিত শর্মা লিখেছেন, ‘তারা কী বলবে!’
অভিনেত্রী সানা জাবেদের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি দিয়ে শোয়েব মালিক লিখেছেন, ‘শুভ জন্মদিন, বন্ধু।’