ফটো ফিচার

স্বপ্ন নিয়ে বিশ্বকাপ যাত্রার আগে ছবির গল্পে তাঁরা

আইসিসি অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সুমাইয়া–আফিয়া–সাদিয়া–ইভাদের আনুষ্ঠানিক ফটোসেশন হয়ে গেল। ফটোসেশনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক।
সংবাদ সম্মেলনে অনূর্ধ্ব–১৯ নারী দলের কোচ সরোয়ার ইমরান।
বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের সঙ্গে অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।
বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সুমাইয়া আক্তারের করমর্দন।
নারী ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা।
কোনো এক বিষয় নিয়ে হাসিঠাট্টায় মাতলেন নিশিতা–হাবিবা–জুরাইয়ারা।
ফটোসেশনে অংশ নিতে মাঠে নারী ক্রিকেট দল।
সংবাদ সম্মেলনে হাসিখুশি অধিনায়ক সুমাইয়া।
সুমাইয়ার মোবাইল ক্যামেরায় নারী দলের সেলফি।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দলের আনুষ্ঠানিক ফটোসেশন।