আইসিসি অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সুমাইয়া–আফিয়া–সাদিয়া–ইভাদের আনুষ্ঠানিক ফটোসেশন হয়ে গেল। ফটোসেশনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক।