ফটো ফিচার

সুমাইয়াদের ঘুমের সঙ্গী ট্রফি এখন বাড়ির পথে...

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ঘুমিয়ে যেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসির স্মৃতি ফিরিয়ে আনলেন সুমাইয়া–মারিয়া–কৃষ্ণারা। ট্রফি নিয়ে এর মধ্যে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া সাফজয়ী মেয়েদের আনন্দঘন মুহূর্তগুলোর নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
ট্রফিতে উইঙ্গার সানজিদা আক্তারের চুম্বন
ট্রফিতে হেলান দিয়ে সোফায় আয়েশি ভঙ্গিতে ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার
দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে কাঠমান্ডুর টিম হোটেলের সামনে ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা
ছবিটি পোস্ট করে শামসুন্নাহার সিনিয়র লিখেছেন, ‘শুভরাত্রি। ইনশা আল্লাহ, আগামীকাল (আজ) দেশে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে’
ট্রফিটা বাংলাদেশের ছিল, বাংলাদেশের কাছেই থাকছে। ছবিটি পোস্ট করে অধিনায়ক সাবিনা খাতুন সেই কথাই জানিয়েছেন, ‘এটা বাড়িতে আসছে’
টানা দ্বিতীয়বার টুর্নামেন্ট–সেরা গোলকিপারের স্বীকৃতি পাওয়া রুপনা চাকমা লাগেজ নিয়ে তোলা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বিদায় নেপাল। (এখন) বাংলাদেশের পথে’
‘বাংলাদেশ, আমরা আসছি’—সতীর্থ শামসুন্নাহার জুনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে লিখেছেন মাতসুশিমা সুমাইয়া
টুর্নামেন্ট–সেরা ঋতুপর্ণা চাকমার কাছে এই মুহূর্তটির মাহাত্ম্য কতখানি, তা ট্রফিতে তাঁর স্নেহের পরশ দেখেই বোঝা যায়
আবারও ছাদখোলা বাসে হবে সাফজয়ী মেয়েদের আনন্দযাত্রা। সেই বাস এখন প্রস্তুত
ট্রফি নিয়ে সাফজয়ী মেয়েদের যত ছবি ভাইরাল হয়েছে, তার মধ্যে মাতসুশিমা সুমাইয়ার এই ছবিটাই সম্ভবত সবার শীর্ষে