‘প্রিয় প্রাঙ্গণ’ থেকে প্রস্থান নাদালের আর ফেরার অপেক্ষা নেইমারের

নিজের পয়মন্ত কোর্ট রোলাঁ গারোয় সম্ভবত শেষ ম্যাচটি খেলে ফেললেন রাফায়েল নাদাল। নেইমারের মাঠে ফেরার অপেক্ষা কমল। বিশ্ব ক্রীড়াঙ্গনে গতকাল ও আজকের উল্লেখযোগ্য মুহূর্তের কিছু ছবি নিয়েই এ আয়োজন—
প্যারিস অলিম্পিক রোয়িংয়ে মেয়েদের ডাবল স্কালস (জোড়া বইঠা) ইভেন্টে নিউজিল্যান্ডকে সোনার পদক এনে দিয়েছেন ব্রুক ফ্রান্সিস ও লুসি স্পুর্স। আলিঙ্গনে বাঁধা পড়ে একে-অন্যকে অভিনন্দন জানান তাঁরা। আজ ভের-সু-মার্ন নটিক্যাল স্টেডিয়ামে
রোয়িংয়ে ছেলেদের ডাবল স্কালস ইভেন্টে সোনা জয়ের পর রোমানিয়ার দুই রোয়ার মারিয়ান ফ্লোরিয়ান ও আন্দ্রেই সেবাস্তিয়ানের উচ্ছ্বাস। আজ ভের-সু-মার্ন নটিক্যাল স্টেডিয়ামে
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ফিল্ডিং অনুশীলনে বিরাট কোহলি
প্রাক্‌-মৌসুম প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র সফরে গেছে রিয়াল মাদ্রিদ। দলটির তারকা মিডফিল্ডার জুড বেলিংহামও গেছেন যুক্তরাষ্ট্রে। তবে খেলতে নয়, ছুটি কাটাতে। মায়ামির পানশালায় বেলিংহামের এই ছবিই বলে দিচ্ছে, মাঠের বাইরে সময়টা দারুণ কাটছে তাঁর
ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। বৃষ্টি নামার আগেই তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচগুলো ঢেকে রাখা হয়েছে
ঝুম বৃষ্টির মধ্যেই বিসিবি একাডেমিতে হাজির বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন
প্যারিস অলিম্পিক বক্সিংয়ে ছেলেদের ৬৩.৫ কেজি ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের রুসলান আবদুল্লাভের (ডানে) পাঞ্চ রুখে দেওয়ার চেষ্টায় কানাডার ওয়াট স্ট্যানফোর্ড
রোলাঁ গারোর এই কোর্টে কতশত স্মৃতি রাফায়েল নাদালের। কাল প্যারিস অলিম্পিক থেকে ছিটকে পড়ার মধ্য দিয়ে সম্ভবত ‘প্রিয় প্রাঙ্গণ’ থেকে শেষবারের মতো বিদায়ও নিয়ে ফেললেন এই টেনিস কিংবদন্তি
চোট থেকে পুরোপুরি সেরে ওঠা নেইমার এখন মাঠে ফেরার অপেক্ষায়। সেই লক্ষ্যেই জিমে প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছেন। ছবিটি পোস্ট করে আল হিলালের ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘আরও একদিন পরিশ্রম করা, আরও একদিন অপেক্ষা কমে যাওয়া’