৭ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় পৌনে ১০ কোটি টাকা। চোখ কপালে তোলা এমন সাপ্তাহিক বেতনেই সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন লিভারপুলের সাবেক অধিনায়ক। এখন শোনা যাচ্ছে সৌদি আরবে আর মন টিকছে না ইংলিশ মিডফিল্ডারের। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, দলবদলের শীতকালীন উইন্ডোতেই আল ইত্তিফাক ছেড়ে দেশে ফিরে যাতে পারেন হেন্ডারসন।
সেই ডেইলি মেইল সোমবার জানাল, দেশে ফিরে গেলে হেন্ডারসনকে কী পরিমাণ ‘আর্থিক জরিমানা’ দিতে হবে, সেটি। সৌদি ক্লাব আল ইত্তিফাককে নয়, হেন্ডারসনকে ‘জরিমানা’ দিতে হবে ব্রিটিশ সরকারকে। সেই ‘জরিমানা’র পরিমাণও সৌদি আরবে তাঁর সাপ্তাহিক বেতনের মতোই বিস্ময়কর। হেন্ডারসন এই শীতে দেশে ফিরলে ব্রিটেনের সরকারি কোষাগারে ৭০ লাখ পাউন্ড বা প্রায় ৯৮ কোটি টাকা দিতে হবে ট্যাক্স বা কর হিসেবে!
ব্রিটিশ রাজস্ব বিভাগের কর আইনই এমন বড় অঙ্কের কর দিতে বাধ্য করবে হেন্ডারসনকে। যেসব ব্রিটিশ নাগরিক দেশের বাইরে কাজ করতে যান, তাঁরা এক বছরের আগেই দেশে ফিরলে মোট আয়ের ৪৫ শতাংশ কর দিতে বাধ্য থাকেন। সেই হিসাবেই হেন্ডারসনকে ৭০ লাখ পাউন্ড কর দিতে হবে। ৩৩ বছর বয়সী হেন্ডারসন সৌদি আরব গেছেন গত জুলাইয়ে।
তবে হেন্ডারসন যদি এখনই সৌদি আরব থেকে না ফেরেন আর দুই বছর সেখানে অবস্থান করেন, তবে করের পরিমাণ নেমে আসবে অর্ধেকে। সে ক্ষেত্রে তাঁকে কর দিতে হবে ২০ শতাংশ।