শেষ মুহূর্তে গোলের পর বসুন্ধরার খেলোয়াড়দের উদ্‌যাপন
শেষ মুহূর্তে গোলের পর বসুন্ধরার খেলোয়াড়দের উদ্‌যাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

কিংসকে আটকে রাখতে পারল না মোহামেডান

নির্ধারিত ৯০ মিনিট শেষ। যোগ হওয়া সময়ও শেষের পথে। প্রিমিয়ার লিগে মোহামেডান-বসুন্ধরা কিংস ম্যাচের নিয়তি যখন গোলশূন্য ড্রই ধরে নিয়েছিলেন সবাই, ঠিক সেই মুহূর্তে জ্বলে উঠলেন দরিয়েলতন গোমেজ।

ম্যাচের শেষ মিনিটে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আজ মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

লিগে এর আগে টানা সাত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ছিল বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো তাদের জয়রথ প্রায় থামিয়েই দিতে যাচ্ছিল মোহামেডান। কিন্তু আট ম্যাচের সব কটিতেই জিতে ২৪ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরেই রইল বসুন্ধরা কিংস। সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে মোহামেডান অষ্টম স্থানে।

ম্যাচের প্রথমার্ধে বসুন্ধরা কিংসের শক্তিশালী আক্রমণভাগকে দারুণভাবে আটকে রাখে মোহামেডানের ডিফেন্ডাররা। বসুন্ধরার সেরা সুযোগটি তৈরি হয় পঞ্চম মিনিটে। মিগেল ফেরেইরার কর্নার মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন ফিস্ট করে ফেরালে বক্সের ভেতর থেকে দরিয়েলতন গোমেজ বাইসাইকেল কিক নেন। কিন্তু সেটি ক্রসবারের ওপর দিকে লেগে বেরিয়ে যায়।

বসুন্ধরার খেলোয়াড়দের গোল উৎসব

চোটের কারণে আজ মাঠে নামেননি মোহামেডানের আক্রমণভাগের বড় ভরসা সোলেমান দিয়াবাতে, তবে যা একটু চেষ্টা করেছেন দানিয়েল ফাবলেস। কিন্তু ফিনিশিং দুর্বলতায় শেষ পর্যন্ত গোল পাননি ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ মিনিটে কিংসের ত্রাতা হয়ে আসেন দরিয়েলতন। রবসন দি সিলভা রবিনিয়োর কর্নারে দরিয়েলতনের দুর্দান্ত হেডে বল জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে গ্যালারি।

এই গোল ঘিরেই নিরুত্তাপ ম্যাচে যা একটু উত্তাপ ছড়িয়েছে। গোলের পর কিংসের হেড অব স্ট্র্যাটেজিক অ্যান্ড প্ল্যানিং কর্মকর্তা বায়েজিদ আলম জুবায়ের নিপুকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি আলমগীর সরকার।

ম্যাচ শেষে গোল বাতিলের দাবিতে রেফারিকে ঘিরে ধরেন মোহামেডানের ফুটবলাররা। তাঁদের অভিযোগ, কর্নার নেওয়ার সময় ফাউল করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু রেফারি সেই অভিযোগে মোটেও কান দেননি। নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন।