ফটো ফিচার

রোনালদো আরবিতে লিখলেন, ‘দোয়ার জন্য কৃতজ্ঞ’

ভক্তরা দোয়া করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিটনেস ঠিক রাখতে কোনো ব্যায়ামই বাদ দেন না টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি—
বন্ধুদের নিয়ে স্কোয়াশ খেলছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড
মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরান ও তাঁর স্ত্রী
‘আওয়ার পিওর প্ল্যানেট’ নামে একটি প্লাস্টিক বর্জ্য অপসারণ কোম্পানির বিজ্ঞাপনে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো এনদ্রিক ফেলিপের ওপর যেন হুমড়ি খেয়ে পড়ছে। এবার যুক্তরাষ্ট্রের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ ব্যালান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ব্রাজিলের এই বিস্ময় বালক। প্রতিষ্ঠানটির নতুন বুট ‘টেকালা’ পায়ে এনদ্রিকের ছবিটি নিউ ব্যালান্সই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নিজেকে জায়গাটা একরকম পাকা করে ফেলেছেন শেখ মোরছালিন। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও আলো ছড়াচ্ছেন মোরছালিন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এই স্ট্রাইকার। মোরছালিন এবার জিতেছেন রোটারি যুব নেতৃত্ব পুরস্কার
খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিলেও ফিটনেস ঠিক রাখতে কোনো ব্যায়ামই বাদ দেন না সেরেনা উইলিয়ামস। ধ্যানমগ্ন অবস্থায় তোলা ছবিটি পোস্ট করে যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি লিখেছেন, ‘আমি বিশ্রাম নেব। সেরে উঠব। নিজেকে চাঙা করে তুলব। এটার পুনরাবৃত্তি করব। নিজের জন্যই কিছু সময় উপভোগ করব’
সম্প্রতি পায়ের পেশির চোটে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আল নাসরের পর্তুগিজ তারকা বর্তমানে অনেকটাই সেরে উঠেছেন। তাঁর সুস্থতা কামনায় ভক্তরা দোয়া করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোনালদো। ছবিটি পোস্ট করে আরবিতে লিখেছেন, ‘দোয়ার জন্য কৃতজ্ঞ’