ফটো ফিচার

মেয়েদের নিয়ে ছুটিতে লেভা, ছেলে–মেয়ের সঙ্গে পুলে রোনালদো

ফুটবল থেকে ছুটি, এখন সময় ঘুরে বেড়ানোর। রবার্ট লেভানডফস্কি ছুটি কাটাতে গেছেন পরিবার নিয়ে আর ক্রিস্টিয়ানো রোনালদো ছেলে–মেয়েকে নিয়ে নেমেছেন পুলে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
জিম–করবেট বন্য প্রাণী অভয়ারণ্যে গিয়ে মুগ্ধ ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ
২০০২ বিশ্বকাপের ট্রফি হাতে কাকা—এটা শিল্পীর তুলিতে আঁকা ছবি। ২০০২ সালের ৩০ জুনের এ ছবিটা নিজের মনে খোদাই করে রেখেছেন ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড। ছবিটি দিয়ে লিখেছেন, ‘আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এটা।’
মেয়ে অলিম্পিয়া ওহানিয়ানের সঙ্গে সেরেনা উইলিয়ামস
ফুটবলে আপাতত বিরতি। ফুটবলারদের মধ্যে লেগেছে বেড়ানোর ধুম। ইতালির ফরোয়ার্ড সিমোন পাফুন্দি প্রেমিকাকে নিয়ে গেছেন বেড়াতে
ফুটবল থেকে আপাতত ছুটি, এখন সময় ঘুরে বেড়ানোর। রবার্ট লেভানডফস্কি ছুটি কাটাতে গেছেন পরিবার নিয়ে
ফুটবল থেকে ছুটি পেলেই ক্রিস্টিয়ানো রোনালদো মেতে ওঠেন ছেলে–মেয়েদের নিয়ে। এবার তিনি নেমে পড়েছেন পুলে