ফটো ফিচার

মিরপুরে মাইলফলকের স্বীকৃতি, মিরাজের হতাশা

মিরপুর টেস্ট যেন নতুন মাইলফলক ছোঁয়ার টেস্ট। রাবাদার ৩০০ উইকেট, মুশফিকের ৬০০০ রান কিংবা তাইজুলের ২০০ উইকেট—সবই দেখা গেছে এই মিরপুর টেস্টে। ব্যাট হাতে ভেরেইনার সেঞ্চুরি ও মিরাজের লড়াকু ৯৭ রানও দেখেছে টেস্ট। মিরপুর টেস্টে মাঠে ও মাঠের বাইরে শামসুল হকের ক্যামেরায় খেলার তারকাদের নির্বাচিত ছবি।
হতাশ মেহেদী হাসান মিরাজ। সেটাই স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি
ম্যাচসেরা কাইল ভেরেইনা। প্রথম ইনিংসে তাঁর সেঞ্চুরিই দক্ষিণ আফ্রিকাকে ২০২ রানের লিড এনে দিয়েছিল
প্রথম ইনিংসে মুশফিককে বোল্ড করে টেস্টে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন কাগিসো রাবাদা। ম্যাচ শেষে ক্রিকেট কোচ নাজমূল আবেদীনের কাছ থেকে স্মারক নিলেন
আজ দিন শুরুর আগের ছবি এটি। অনুশীলন করা নাঈম বোলিং কিংবা ব্যাটিং কোনো বিভাগেই জ্বলে উঠতে পারেননি
যে শট খেলে সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতেই আউট হন মিরাজ
মিরপুর টেস্টে মাইলফলক ছুঁয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার টেস্টে ২০০ উইকেটের ক্লাবে পৌঁছেছেন। তাঁকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন সাবেক স্পিনার, নির্বাচক আবদুর রাজ্জাক
৭ উইকেটে হারের পর মাঠ ছাড়ছেন ক্রিকেটাররা
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬০০০ রান। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের কাছ থেকে সম্মাননা স্মারক নিচ্ছেন মুশফিকুর রহিম