ফটো ফিচার

টায়ার নিয়ে অনুশীলনে মাহমুদউল্লাহ আর গ্যালারির বর্ণিল দর্শক

ফুটবল মাঠের প্রাণ গ্যালারির বর্ণিল দর্শক। ইউএস ওপেন জিতে নিউইয়র্কে ঘুরছেন আরিনা সাবালেঙ্কা। দুই ব্যাট হাতে তাওহিদ হৃদয় আর টায়ার নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের বিশেষ অনুশীলন। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
সম্প্রতি ইউএস ওপেনে প্রথম শিরোপা জিতেছেন আরিনা সাবালেঙ্কা । ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দ নিয়েই নিউইয়র্ক শহর ঘুরে দেখছেন বেলারুশের এই টেনিস তারকা
দুই ব্যাট দিয়ে ব্যাটিং করার সুযোগ নেই; কিন্তু দুই ব্যাট হাতে নিতে তো সমস্যা নেই। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এভাবেই ফ্রেমবন্দী হলেন বাংলাদেশের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়
বাহারি রূপে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়াকে সমর্থন দিতে গ্যালারিতে হাজির হয়েছেন এই দর্শকেরা। কলম্বিয়ান সমর্থকদের এমন উল্লাস দেখা গেছে ম্যাচের পরও
নাহ, এটি কোনো কার্টুনের ছবি নয়। এটি গ্যালারির বর্ণিল চিত্রগুলোর একটি। মঙ্গলবার রাতে উয়েফা নেশনস কাপে নেদারল্যান্ডস–জার্মানি ম্যাচে এক দর্শক হাজির হয়েছিলেন এমন রূপে
আর্জেন্টিনাকে হারানোর পর এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হামেস রদ্রিগেজ লিখেছেন, ‘সুন্দর একটি বিকেল’
হঠাৎ দেখলে মনে হবে টায়ার নিয়ে শিশুতোষ কোনো খেলায় মেতেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসলে তা নয়, টায়ার নিয়ে বিশেষ অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন অভিজ্ঞ এই বাংলাদেশ ক্রিকেটার