কোচকে বিয়ে করেছেন কেভিতোভা
কোচকে বিয়ে করেছেন কেভিতোভা

ফটো ফিচার

পিএসজির সঙ্গে নেইমার জাপানে, কোচের সঙ্গে কেভিতোভার বিয়ে

কদিন আগে পিএসজিতে থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। প্রাক্‌-মৌসুম প্রস্তুতি নিতে দলের সঙ্গে আজ জাপানে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। কোচ ইরি ভানেকের সঙ্গে গত বছর বাগদান সেরেছিলেন। এবার বিয়েটাও সেরে ফেললেন পেত্রা কেভিতোভা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই আয়োজন—
দীর্ঘ দিনের প্রেমিকা নিকোলকে বিয়ে করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্করাম। ছবিটি পোস্ট করে নিকোল লিখেছেন, ‘মিস্টার ও মিসেস’
১৪ জন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছে বার্সেলোনা। তবে রবার্ট লেভানডফস্কি যে ভালো আছেন, সেটা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে
অ্যাশেজে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। কিন্তু ম্যানচেস্টারে বৃষ্টির বাগড়ায় কাল চা–বিরতির পর থেকে একটি বলও মাঠে গড়ায়নি। সাঙ্গাকারা-কার্তিক তাই ছাতা হাতে মাঠে নেমে এসেছেন। ছবিটি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘বৃষ্টি দর্শন’
প্রাক্‌-মৌসুম প্রস্তুতি নিতে লিভারপুল দল এখন জার্মানিতে। সেখানে সতীর্থদের সঙ্গে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আলিসন বেকার, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যান্ডি রবার্টসনরা
পর্তুগালের ফারোতে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ছবিটি পোস্ট করে রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ লিখেছেন, ‘ভালোবাসা, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি’
কদিন আগে পিএসজিতে থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। প্রাক্-মৌসুম প্রস্তুতি নিতে দলের সঙ্গে আজ জাপানে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা
কোচ ইরি ভানেকের সঙ্গে গত বছর বাগদান সেরেছিলেন। এবার বিয়েটাও সেরে ফেললেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা পেত্রা কেভিতোভা