ফটো ফিচার

মায়ের সান্নিধ্যেই ওয়াহাবের ‘শান্তি’

নাওমি ওসাকা এখন আবুধাবিতে। স্ত্রীর সঙ্গে রাফিনিয়া। একই ফ্রেমে আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফ জুটি। বাবা হয়েছেন টের স্টেগেন। আর মায়ের সান্নিধ্যেই ওয়াহাব রিয়াজের শান্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
আমাদের পরিবারে স্বাগতম, টম—বাবা হওয়ার খবরটা এভাবেই দিয়েছেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন
স্ত্রী নাটালিয়া রদ্রিগেজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবিটা পোস্ট করেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া
জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা এখন আবুধাবি। ক্যাপশনে তিনি জেট লেগে (ভিন্ন টাইম জোনে ভ্রমণের কারণে সৃষ্ট উপসর্গ) কাহিল হওয়ার কথাও লিখেছেন
ভালোবাসার ইমোজি দিয়ে স্ত্রী কিংবদন্তি টেনিস তারকা স্টেফি গ্রাফের সঙ্গে ছবিটা পোস্ট করেছেন আরেক টেনিস গ্রেট আন্দ্রে আগাসি
জাপানের শুভ্র বরফে এভাবেই ফ্রেমবন্দী হলেন কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা
‘যেখানে আমার হৃদয়ে সান্ত্বনা ও শান্তি খুঁজে পাই, মা!! ভালোবাসি মা, আল্লাহপাক আপনার আমার ওপর সব সময় বজায় রাখুক। আমিন।’—এ ক্যাপশন দিয়ে মায়ের সঙ্গে ছবিটা পোস্ট করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক পেসার ওয়াহাব রিয়াজ