স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন প্রয়াত ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের মেয়ে
স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন প্রয়াত ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের মেয়ে

অঘোর মন্ডলকে স্মরণ বিএসজেএর

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মৃত্যুবরণ করেছেন ২৫ সেপ্টেম্বর। তাঁর স্মৃতিতে আজ বিকেলে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এক স্মরণসভার আয়োজন করেছিল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম–সংলগ্ন বিএসজেএ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত অঘোর মন্ডলকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর সাবেক সহকর্মী, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন অঘোর মন্ডলের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণা করে বলেন, ‘অঘোরের রিপোর্টিংয়ের ব্যাপারে কোনো প্রশ্ন নেই। প্রাসঙ্গিক বিষয়গুলো খুব সুন্দর করে তুলে আনতেন তিনি।’

স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন

অঘোর মন্ডলকে ক্রীড়াঙ্গনের অকৃত্রিম বন্ধু মনে করতেন সাবেক ফুটবলার আবদুল গাফফার, ‘অঘোর ছিল ক্রীড়াঙ্গনের অকৃত্রিম বন্ধু। বিভিন্ন সংকটে তার কাছ থেকে গঠনমূলক ও প্রয়োজনীয় পরামর্শ পেতাম।’

বিএসজেএর সিনিয়র সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মন্ডলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বলেন, ‘এত দ্রুত অঘোরদা আমাদের ছেড়ে চলে গেলেন! আমার সুদীর্ঘকালের বন্ধু সব সময় আমার অনুভবে থাকবেন।’

দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন। তাঁর চোখে অঘোর মন্ডল ছিলেন বাংলাদেশের সেরা ক্রীড়া প্রতিবেদক, ‘অনেকে ক্রিকেটের সেরা বিশ্লেষক, সেরা লেখক হতে পারেন। বাংলাদেশের ক্রিকেটের সেরা রিপোর্টার আমার দৃষ্টিতে অঘোর মন্ডল। অনেক দিনই শঙ্কায় থাকতে হয়েছে অঘোরদা কী রিপোর্ট করছেন! অঘোরদা একদিকে সতীর্থ, একদিকে প্রতিদ্বন্দ্বী, আরেক দিকে বন্ধুবর।’

স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম

রায়হান আল মুঘনির সঞ্চালনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএসজেএর সভাপতি সাইদুজ্জামান। সাধারণ সম্পাদক আনিসুর রহমান অঘোর মন্ডলের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিকের দুই কন্যা অরুণিমা মন্ডল ও অর্পিতা মন্ডল।