হাস্যোজ্জ্বল ছবিতে শারমিন আক্তার। মেয়ের সঙ্গে হাসান আলী। হুলিয়ান আলভারেজের উদ্যাপন। সাকলায়েন মুশতাকের সঙ্গে আতহার আলী খান। আর ভারতকে গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক এখন নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচ। সিলেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সময় তাঁকে কাছে পেয়ে ফ্রেমবন্দী করেছেন ধারাভাষ্যকার ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী খান। ক্যাপশনে লিখেছেন, ‘সেরাদের একজন।’
সোফায় বসে আয়েশি ভঙ্গিতে ফোনে কথা বলার মুহূর্তকে ফ্রেমবন্দী করেছেন ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান
বিজ্ঞাপন
‘মাই লিটল সানশাইন’—এই ক্যাপশনে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন পাকিস্তানি পেসার হাসান আলী
বিজ্ঞাপন
২-০ গোলে পিছিয়ে থাকার পর ২-২ গোলে সমতা, এরপর হুলিয়ান আলভারেজের গোলেই জিতেছে ম্যানচেস্টার সিটি। এই ছবি পোস্ট করে আলভারেজ লিখেছেন, ‘টপ পারফরম্যান্স।’নিজের এই ছবি পোস্ট করে বাংলাদেশ নারী দলের ক্রিকেটার শারমিন আক্তার লিখেছেন, ‘স্বপ্ন তাড়ায় কখনো ক্লান্ত হইয়ো না।’গ্লেন ম্যাক্সওয়েলের এবারের ভারত সফর লেখা থাকবে ক্রিকেট ইতিহাসের পাতায়। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ইতিহাসের অন্যতম সেরা সেঞ্চুরি, বিশ্বকাপ শিরোপা জয় এবং সর্বশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অবিশ্বাস্য সেঞ্চুরিতে সফরটি রাঙিয়েছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সিরিজে আরও দুটি ম্যাচ বাকি থাকলেও ম্যাক্সওয়েল আজ ভারত ছেড়ে গেছেন। বিদায়বেলায় তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বাড়ি ফেরার সময় হলো। ধন্যবাদ ভারত। এটি একটি স্মরণীয় সফর।’