অস্ট্রেলিয়ার ওয়ার্নার দুবাইয়ে। বাংলাদেশের সাব্বির লন্ডনে। পাকিস্তানের বাবর নিউজিল্যান্ডে। আবার ব্রাজিলের রোনালদিনিও প্যারিসে। কাজের খাতিরে হোক বা ঘুরতে, খেলোয়াড়েরা পাড়ি দিচ্ছেন দেশ-দেশান্তরে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
প্রথম দেখায় মনে হতে পারে শীত নিবারণেই হয়তো এমন পোশাক পরেছেন রোনালদিনিও। তবে ব্রাজিল কিংবদন্তির এই বেশ কিন্তু প্যারিস ফ্যাশন উইকের অংশ হিসেবেদুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হরভজন সিংয়ের দেখা শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ানের সঙ্গে, যিনি সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থানবিষয়ক মন্ত্রী
ঢাকায় চলছে বিপিএলের দশম আসর। কিন্তু দল না পাওয়ায় সাব্বির রহমান এখন খেলার বাইরে। আবারও ইংল্যান্ডে ঘুরতে গেছেন, না পুরোনো স্মৃতি রোমন্থন করছেন, তা অবশ্য স্পষ্ট নয়মডেল লুকে ক্যামেরার সামনে ম্যানচেস্টার ইউনাইটেডের তিন ফুটবলার—আলেহান্দ্রো গারনাচো, অ্যারন ওয়ান-বিসাকা ও লুক শ
বিজ্ঞাপন
ওয়ার্নারের ক্যামেরায় বুর্জ খলিফা। অস্ট্রেলিয়ান ওপেনার ছবিটি দেওয়ার মূল উদ্দেশ্য—আইএল টি-টোয়েন্টি খেলতে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতেদ্য কিং ইজ ব্যাক...ছবিটি পোস্ট করে এমনটাই লিখেছেন আর্তুরো ভিদাল। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার এখন ব্রাজিলিয়ান ক্লাব প্যারানায়েনসে খেলেন। চোটের কারণে গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকার পর এখন ফেরার প্রস্তুতিতে
বিজ্ঞাপন
নিউজিল্যান্ড সফরে সব ম্যাচ শেষ হওয়ার পর বাবর আজমের পোস্ট, যে পোস্টে আছে চেরি ফল দর্শন