যুক্তরাষ্ট্রে নাসির হোসেন
যুক্তরাষ্ট্রে নাসির হোসেন

ফটো ফিচার

ক্রিকেট খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে নাসির

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
ছুটি কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া
আফ্রিকা সফর শেষ লুইস হ্যামিল্টনের। নামিবিয়া, রুয়ান্ডা, কেনিয়ার পর গিয়েছিলেন তানজানিয়ায়। গত দুই সপ্তাহকে নিজের জীবনের অন্যতম সেরা বলেছেন তিনি
‘সন্ধ্যার ভাব’... জাহানারা আলমের ক্যাপশন এমন। সিলেটে জাতীয় লিগ খেলছেন জাতীয় দলের পেসার
আরেকটি অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে। শোয়েব আখতারের এবার দেশে ফেরার পালা
‘শীত এসে গেছে?’, প্রশ্ন করেছেন হরভজন সিং
কিংবদন্তির সঙ্গে কিংবদন্তি—হাভিয়ের মাচেরানোর সঙ্গে লোথার ম্যাথাউস। কাতারে দেখা হয়েছিল দুজনের, এ ছবি পোস্ট করেছেন মাচেরানো
সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের স্ত্রী রুথ স্ট্রাউসের স্মরণে গঠিত ফাউন্ডেশনের সহায়তায় লর্ডস টেস্টের দ্বিতীয় দিন সেজেছে লাল রঙে। সাবেক ইংলিশ পেসার ও ধারাভাষ্যকার ইসা গুহ এসেছেন এ পোশাক পরে
মাইনর লিগ ক্রিকেট খেলতে গেছেন যুক্তরাষ্ট্রে, আটলান্টা ফায়ারের হয়ে। এরই ফাঁকে মেজর লিগ সকারের ম্যাচ দেখতে গিয়েছিলেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হয়েছিল আটলান্টা ইউনাইটেড