ফটো ফিচার

ঘড়ি প্রদর্শনীতে ফেদেরার, আর প্রামাণ্যচিত্রে লেভা

ঘড়ি প্রদর্শনীর অনুষ্ঠানে গিয়ে রোলেক্স বাছাই করছেন রজার ফেদেরার। নিজেকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রিমিয়ারে হাজির হয়েছেন রবার্ট লেভানডফস্কি। পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার আগে পরিবারকে সময় দিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা
পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে বোলিং খেলছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে আফগান সতীর্থ নুর আহমেদকে সঙ্গে নিয়ে গুজরাট টাইটানসে যোগ দিতে যাওয়ার পথে এই ছবি পোস্ট করেছেন রশিদ খান
মরক্কোর বিপক্ষে হারের যন্ত্রণা ভুলে ফিরতে হবে ক্লাব ফুটবলের লড়াইয়ে। মাঝখানে বিরতিতে সময়টা নিজের মতো কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো
আইপিএলের প্রস্তুতির ফাঁকে একসঙ্গে ফ্রেমবন্দী হলেন রাজস্থান রয়্যালসের তিন সতীর্থ যুজবেন্দ্র চাহাল, জস বাটলার ও সঞ্জু স্যামসন
৪৮টি বিখ্যাত ঘড়ি নির্মাতার উদ্যোগে জেনেভায় চলছে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার’ নামের প্রদর্শনী। সেখানে উপস্থিত হয়ে রোলেক্সের ঘড়ি দেখছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার
বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কিকে নিয়ে বানানো হয়েছে ‘লেভানডফস্কি আননোন’ শিরোনামের প্রামাণ্যচিত্র। অ্যামাজন প্রাইমের সেই প্রামাণ্যচিত্রের প্রিমিয়ারে উপস্থিত লেভা লিখেছেন, ‘ওয়ারশর স্মরণীয় এক রাত’