বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। দুই বছর আগে একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়ে এসেছিল প্রথম শিরোপা। আজ নেপাল থেকে দেশে ফিরেছে সাফজয়ী দলটি। ঢাকায় বিমান থেকে নামার পর সাফজয়ী দলটিকে ছাদখোলা বাসে করে মতিঝিলের বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেনের ক্যামেরায় দেখুন চ্যাম্পিয়নদের দেশে ফেরা