বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। দুই বছর আগে একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়ে এসেছিল প্রথম শিরোপা। আজ নেপাল থেকে দেশে ফিরেছে সাফজয়ী দলটি। ঢাকায় বিমান থেকে নামার পর সাফজয়ী দলটিকে ছাদখোলা বাসে করে মতিঝিলের বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেনের ক্যামেরায় দেখুন চ্যাম্পিয়নদের দেশে ফেরা
হাতে ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন সাবিনা খাতুনসাবিনার হাতে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি, ঋতুপর্ণার হাতে টুর্নামেন্ট–সেরার গোল্ডেন বলবিমানবন্দরে অপেক্ষায় ছিলেন বিপুলসংখ্যক সংবাদকর্মী। তাঁদের মাধ্যমে দেশবাসীকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনবিমানবন্দর থেকে বেরিয়ে ছাদখোলা বাসে ওঠেন মেয়েরালাল-সবুজের পতাকা নাড়ছেন খেলোয়াড়েরা, এগিয়ে চলছে বাসজনদুর্ভোগ এড়াতে মেয়েদের বহন করা বাস এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ব্যস্ত ছিলেন ছবি ও ভিডিও ধারণেছাদখোলা বাসে মেয়েদের উচ্ছ্বাসসাফজয়ী ফুটবলাররা বাফুফে ভবনে পৌঁছালে সেখানে কোচসহ খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ