আগামীকাল কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ দুই দলই অনুশীলন করেছে গ্রিন পার্কে। অনুশীলনের নানা মুহূর্তের ছবি দেখুন এই আয়োজনে—
কেমন হতে পারে উইকেটের চরিত্র? প্রথম দিনে কেমন, পরের দিনে কেমন...এসবই হয়তো বোঝার চেষ্টা করছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন বাঁহাতি নাজমুলের সামনে ডানহাতি হাথুরুসিংহে কী বোঝাতে চাইছিলেন? কিছু একটা ঠিকঠাক হচ্ছিল না সাদমান ইসলামের। নেটে তা দেখিয়ে দিচ্ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্পগ্রিন পার্কের ড্রেসিংরুমে টুপি নিয়ে কী আলাপ করছিলেন সাকিব আল হাসান ও নির্বাচক হান্নান সরকার?প্রথম টেস্টে একাদশে ছিলেন না নাঈম হাসান। কাল কানপুরে কি থাকছেন? অনুশীলনে আলাপচারিতায় ভারত কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা। আলাপের বিষয় নিশ্চয়ই আগামীকালের ম্যাচইচেন্নাই টেস্টে রান পাননি বিরাট কোহলি, দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে ২৩ রান। এবার কানপুরে কী অপেক্ষা করছে? কানপুর টেস্টে বৃষ্টি হানা দেওয়ার আভাস আছে। আজ বিকেলে উইকেট ঢেকে রাখেন মাঠকর্মীরা আজ ছিল কানপুর টেস্টের আগে শেষ প্রস্তুতি। বাংলাদেশ দলকে উৎসাহিত করতে গ্রিন পার্কের গ্যালারিতে হাজির ছিলেন এই সমর্থক