ফটো ফিচার

‘দাদা, আমার দিকে তাকান,’ লিটনকে শরীফুলের অনুরোধ

কামিন্সের সঙ্গে টস করলেন শাদাব। ব্যস্ততা শুরুর আগে সতেজ হয়ে নিলেন বুমরা। স্থানীয় সংস্কৃতি অনুযায়ী বরণ করা হলো ইংল্যান্ড দলকে। সেলফিতে লিটন-শরীফুলের খুনসুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
আহমেদাবাদে স্থানীয় সংস্কৃতি অনুযায়ী বরণ করে নেওয়া হয়েছে ইংল্যান্ড দলকে। সেলফিতে এভাবেই ফ্রেমবন্দী হলেন জনি বেয়ারস্টো
বিশ্বকাপের ব্যস্ততা শুরুর আগে ঘুরেফিরে একটু সতেজ হয়ে নিচ্ছেন ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরা
পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে বাবর আজমের পরিবর্তে প্যাট কামিন্সের সঙ্গে টস করতে এসেছেন শাদাব খান। টস না করলেও পরে অবশ্য ঠিকই ব্যাটিং করেছেন বাবর
‘“মিস্টার ডিপেন্ডেবল”কে পাওয়া সব সময় আনন্দের ও সম্মানের ব্যাপার’—এই ক্যাপশন দিয়ে মুশফিকুর রহিমের সঙ্গে ছবিটা পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান
অনুশীলনের ফাঁকে চোখ টিপে এই ছবি তুলেছেন আফগান স্পিনার রশিদ খান
ধর্মশালা বিমানবন্দরে লিটন দাসের সেলফিতে মজার ভঙ্গিতে ধরা পড়লেন পেসার শরীফুল ইসলাম। কমেন্টে শরীফুল মজা করে লিখেছেন, ‘দাদা, আমার দিকে তাকান’