ছুটি কাটাচ্ছেন জামাল ভুঁইয়া
ছুটি কাটাচ্ছেন জামাল ভুঁইয়া

ফটো ফিচার

জামাল ভূঁইয়ার লম্বা ছুটি আর মেসি–নেইমারের খুনসুটি

মেয়ে ভামিকাকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি আর আনুশকা শর্মা সৈকতের বালুতে হেঁটে বেড়াচ্ছেন। নেইমারের সঙ্গে অনুশীলনে খুনসুটিতে মেতেছেন লিওনেল মেসি। ওদিকে ওয়াসিম আকরাম চুটিয়ে কাটাচ্ছেন নিজের ছুটি। তারকারা প্রতিনিয়তই নিজেদের বিশেষ মুহূর্তের ছবিগুলো পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর কয়েকটি নিয়ে আজ আমাদের এই ফটো ফিচার—
বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে কী করছেন সানিয়া মির্জা? এবার কি টেনিস কোর্ট ছেড়ে বলিউডের দিকেই চোখ ভারতীয় টেনিস তারকার?
রুবেন দিয়াজকে ঘিরে ধরল শিশুরা। অগত্যা অটোগ্রাফের দাবি মেটাতে হলো তাঁকে।
এলটন জনের সঙ্গে সময়টা দারুণ কাটল ব্রেট লি’র। ক্রিকেটের চেয়ে সংগীত নিয়েই নিশ্চয়ই আড্ডা হয়েছে দুজনের। গানটা যে ভালোই করেন অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার।
পিএসজির অনুশীলনে ফুরফুরে মেজাজে সের্হিও রামোস। এ মৌসুমটাকে অন্যরকম বানাতে চাচ্ছেন তিনি।
বাড়িতে বসে অবসরটা ভালোই কাটছে সুরেশ রায়নার। মোবাইলে কী একটা দেখে যেন হেসে ফেললেন।
পরিবারের সকলকে নিয়ে ছুটিটা ভালোই কাটছে কাইরন পোলার্ডের।
মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতে হাঁটছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
পিএসজির অনুশীলনে দুই বন্ধু—নেইমার ও মেসি।
ছুটিটা দারুণ কাটছে ওয়াসিম আকরামের
দেশে ফুটবল মৌসুম চলছে। তবে জামাল ভূঁইয়ার ছুটিটা বোধ হয় এবার একটু দীর্ঘই।
ছেলের সঙ্গে হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন সদ্যই। ফুরফুরে মেজাজে সন্তানকে দিচ্ছেন সময়ের পুরোটাই।