অন্যকলাম

সৌদি ক্রিকেট!

বিশ্বজুড়ে যখন বিশ্বকাপ ফুটবলের ঘনঘটা, সৌদি আরবের নাম উচ্চারিত হতেই পারে৷ ১৯৯৪ থেকে টানা চারটি ফুটবল বিশ্বকাপে খেলেছে মরুদেশটি৷ তবে গতবারের মতো এবারও পায়নি বিশ্বকাপের টিকিট৷ তাতে কী, এর মধ্যেও ঠিকই আলোচনায় সৌদি আরব৷ তবে ফুটবল নয়, ক্রিকেট দিয়ে! সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এলিট লিগে কাল ভুটানের বিপক্ষে ৫০ ওভারে ৪৩৮ রান করেছে সৌদিরা৷ ১২১ বলে ১৮১ রান করেছেন তিনে নামা হাম্মাদ সাঈদ, ১১৫ বলে ১০৮ শাহবাজ রশিদ, আর ৩২ বলে অপরাজিত ৭৬ অধিনায়ক আফজাল সেলিম৷ পরে ভুটানকে ১৩৮ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতেছে ৩০০ রানে! এই দুই দলের সঙ্গে টুর্নামেন্টে খেলছে কুয়েত, মালদ্বীপ, সিঙ্গাপুর ও বাহরাইন৷ ওয়েবসাইট৷