>বিশ্বসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এবার চলে আসতে পারেন সালাহ—এমনটাই মনে করেন রোনালদো। বিশ্বকাপে সালাহর জন্য শুভ কামনা থাকছে এই পর্তুগিজ তারকার
ক্রিস্টিয়ানো রোনালেদো খুব করেই চান মোহাম্মদ সালাহ নিজের স্বপ্নটা পূরণ করুন। স্বপ্ন মানেই বিশ্বকাপ! দেশের হয়ে বিশ্বকাপে খেলা। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের চূড়ান্তপর্বে নাম লেখানো মিসরের বিশ্বকাপ-স্বপ্ন যে পুরোপুরিই সালাহকে কেন্দ্র করেই।
লিভারপুলের হয়ে দুর্দান্ত এক মৌসুমই কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। অনেক আশার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে নামাটাই কাল হলো তাঁর। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের সঙ্গে সংঘর্ষে কাঁধের চোটে পড়ে গেলেন। সেই চোটও এমন যে বিশ্বকাপই ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা পেয়ে বসেছিল তাঁকে। সেই শঙ্কা মোটামুটি কাটিয়ে উঠলেও বিশ্বকাপে মিসরের প্রথম ম্যাচ থেকেই সালাহ খেলতে পারবেন কিনা, এ নিয়ে কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে। রোনালদো মনে করেন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এই মিসরীয় তারকা।
সালাহর জন্য শুভ কামনাই ঝরেছে রোনালদোর কণ্ঠে, ‘এ বছরের সবচেয়ে বড় আবিষ্কার সালাহ। আশা করবো কিয়েভের ফাইনালে সে যে চোটে পড়েছে সেই চোট যেন তার বিশ্বকাপ স্বপ্নের পথে বাধা না হয়ে দাঁড়ায়।’
সালাহ এ মৌসুমে যেভাবে খেলেছেন তাতে অনেকের মতেই তিনি ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার। পাঁচ বার ব্যালন ডি’অর বিজয়ী পর্তুগিজ তারকাও তেমনটিই মনে করেন। তিনি মনে করেন এবারের ব্যালন ডি’অর পুরস্কারে মেসি ও তাঁকে বেশ চ্যালেঞ্জেই ফেলবেন সালাহ, ‘সবাই ব্যালন ডি’অরকে মনে করেন রোনালদো ও মেসির লড়াই। কিন্তু এই দুজন ছাড়াও পুরস্কারটি জেতার যোগ্যতা অনেকেরই আছে। সালাহ তাদের একজন।’