>স্থানীয় কোচদের কাছে সাঁতারুদের শাস্তি পেতে দেখে জাপান চলে গেছেন কোচ তাকিও ইনোকি। তাঁর বদলে প্রধান কোচ হিসেবে কাজ করতে চান ইনোকিরই সহকারী ইয়োরিয়াজু তামাইমা
স্থানীয় কোচদের কাছে সাঁতারুদের শাস্তি পেতে দেখে গত রোববার ক্যাম্প ছেড়ে জাপান চলে গেছেন কোচ তাকিও ইনোকি। কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে এভাবে ফেডারেশনকে বিপাকে ফেলে চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। জাপানে চলে যাওয়ার সময় সহকারী কোচ ইয়োরিয়াজু তামাইমাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন ইনোকি।
তামাইমা কাল মুঠোফোনে জানান, ‘ইনোকি এভাবে চলে গিয়ে বেশ বিব্রতই হয়েছে। পুরো ঘটনা তার চোখের সামনে ঘটায় সে একটু বেশি কষ্ট পেয়েছিল। এ জন্য সে ক্যাম্প ছেড়ে চলে গেছে। যদিও সাতারুদের কথা ভেবে সে অনুতপ্ত। কিন্তু সে আর ফিরবে না ঢাকায়।’
ইনোকির বদলে প্রধান কোচ হিসেবে কাজ করতে চান তামাইমা, ‘ইনোকি তো আসবে না। ওর বদলে আমি ঢাকায় আসতে চাই। যদিও ওর মতো ভালো মানের কোচ আমি নই। তবে আমি এসে এই সাঁতারুদের দায়িত্ব নিতে চাই।’ ২৪ অক্টোবর ঢাকায় আসবেন তামাইমা।
সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ ইনোকির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এভাবে ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ সম্পাদক বলেন, ‘এই কোচের দায়িত্ববোধ থাকলে এভাবে আমাদের অথই সাগরে রেখে চলে যেতে পারতেন না। পুরো বিষয়টি শোনার পর আমি তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছি। কিন্তু তিনি আমাদের সঙ্গে সৌজন্য দেখাননি।’